Friday, May 16, 2025

মাতৃভাষা দিবসেও ইংরাজিতে প্রশ্ন! অগ্নিমিত্রাকে তীব্র কটাক্ষ ব্রাত্যর

Date:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরেজিতে প্রশ্ন করার জন্য বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে (Aghnimitra Paul) তীব্র কটাক্ষ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। মঙ্গলবার, বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আসানসোল দক্ষিণের বিজেপি (BJP) বিধায়ক অগ্নিমিত্রা বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা নিয়ে ইংরেজিতে প্রশ্ন করেন। উত্তর দিতে উঠে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাতৃভাষা দিবসে ইংরেজিতে কথা বলার জন্য ধন্যবাদ অগ্নিমিত্রাকে চূড়ান্ত কটাক্ষ করেন। শিক্ষামন্ত্রীর ওই মন্তব্যে কটাক্ষের সুর রয়েছে বলে বিজেপি প্রতিবাদ করলে শাসক-বিরোধীদের বাদানুবাদ শুরু হয়।

বিজেপি বিধায়কের প্রশ্নের জবাব দিতে গিয়ে কটাক্ষের সুরে শিক্ষামন্ত্রী বলেন, “বিধায়ককে ধন্যবাদ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরেজিতে প্রশ্ন করার জন্য।” এরপরই শুরু হয় বিবাদ। এই নিয়ে বিধানসভার ভিতরেই চেঁচামেচি করতে থাকেন বিরোধী বিধায়কেরা। প্রশ্নের জবাব পাওয়ার পরে অতিরিক্ত প্রশ্ন করতে গিয়ে অগ্নিমিত্রা পাল্টা তোপ দাগেন রাজ্য সরকারের বিরুদ্ধে। বলেন, “আমার ইংরেজিতে প্রশ্ন করার থেকে বেশি গুরুত্বপূর্ণ দাড়িভিটের তাপস, রাজেশের বিচার পাওয়া। যাঁরা মাতৃভাষার জন্য শহিদ হয়েছিলেন।” ২০১৮ সালে উত্তর দিনাজপুরের দাড়িভিট হাইস্কুলে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ওই স্কুলের দুই প্রাক্তন ছাত্র তাপস বর্মণ এবং রাজেশ সরকারের। বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন করতে গিয়ে ওই ঘটনা ঘটে বলে অভিযোগ ছিল। সেই ঘটনার পর থেকে প্রতি বছর ওই দাড়িভিট স্মরণসভা করা হয় বিজেপির তরফ থেকে।

একই সঙ্গে বিজেপি নেত্রী উল্লেখ করেন, বিধানসভায় বিজেপি বিধায়ক হিরণ ইংরেজিতে বক্তৃতা করায় তাঁকে তৃণমূলের তরফ থেকে কটাক্ষ করা হয়েছিল। তিনি আরও বলেন, “এই সরকার তো হিন্দির বিরোধিতা করে ইংরেজির কথা বলেছিল। স্যার (স্পিকার) বলে দিন আমরা কি ইংরেজিতে কথা বলতে পারব না?” স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, অগ্নিমিত্রা যে দিন প্রশ্ন জমা দিয়েছিলেন, “সে দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল না।” এই বিষয়ে তাপস রায়, পয়েন্ট অফ অর্ডার আনতে হাত তুলেছিলেন। কিন্তু স্পিকার তা নাকচ করে দেন। এরপর পাল্টা ব্রাত্য বলেন, “আমি কি ভুল বলেছি? আমি তো ওঁকে কনগ্র্যাচুলেটেড করেছি। আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরেজিতে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানিয়েছি।” তবে, বিষয়টি নিয়ে বিতর্ক আর বেশি এগোয়নি।

 

 

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version