Wednesday, August 27, 2025

২৬/১১-র সন্ত্রাসীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে এখানে: লাহোরে বসেই পাকিস্তানকে তোপ জাভেদের

Date:

পাকিস্তানের(Pakistan) মাটিতে বসেই কার্যত ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালালেন জনপ্রিয় কবি ও গীতিকার জাভেদ আখতার(Javed Akhtar)। লাহোরে এক অনুষ্ঠানে মুম্বই হামলার(Mumbai Attack) ক্ষত তুলে ধরে পাকিস্তানকে জঙ্গিদের(Terrorist) স্বর্গরাজ্য বলে তোপ দাগলের ভারতীয় গীতিকার। তাঁর সেই বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কবি অয়েজ আহমেদ ফয়েজের স্মৃতিতে লাহোরে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জাভেদ আখতার। সেখানেই জাভেদকে এক ব্যক্তি প্রশ্ন করেন “আপনি দেশে ফিরে গিয়ে পাকিস্তান সম্পর্কে কী বলবেন? বলবেন কি পাকিস্তানের মানুষ শুধু আপনাদের উপর বোমাই ফেলে না, ওরা ফুল-মালা দিয়ে আমাদের অভ্যর্থনাও করেন?” এর উত্তরে পাকিস্তানকে তুলোধনা করে জাভেদ বলেন,” দোষারোপ করে কোনও লাভ নেই। পরস্পরের প্রতি দোষারোপ করে এর সমাধান পাওয়া যাবে না।” এরপর রীতিমতো বোমা ফাটিয়ে জাভেদ বলেন, “আমরা মুম্বইয়ের মানুষ। আমরা দেখেছি, কীভাবে সেখানে ২৬/১১ হামলা হয়েছিল। যারা সেই হামলা করে, তারা নরওয়ে থেকে আসেনি, তারা মিশর থেকে আসেনি। তারা এখনও এই দেশ পাকিস্তানে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই নিয়ে যদি হিন্দুস্তানিদের মনে কোনও অভিযোগ থাকে, তাহলে আপনাদের খারাপ লাগা উচিত নয়।”

এখানেই শেষ নয় এরপর শিল্পীদের প্রসঙ্গ টেনে জাভেদ আখতার বলেন, মেহদি হাসান বা নুসরত ফতেহ আলি খানের মতো শিল্পীদের বারবার ভারতে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা হয়েছে। ফয়েজ সাহেব যখনই ভারতে পৌঁছেছেন, তাঁকে সেখানে সম্মানের সঙ্গে গ্রহণ করা হয়েছে। কিন্তু ভারতীয় শিল্পীদের পাকিস্তান সেই সম্মান দেয়নি। লতা মঙ্গেশকরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, লতা মঙ্গেশকরকে তো কখনও পাকিস্তান সেই সম্মান দেয়নি। তাঁকে ডাকা হয়নি পাকিস্তানে। বলার অপেক্ষা রাখে না পাকিস্তানের মাটিতে বসে জাভেদের এমন নির্ভীক সোজাসাপ্টা বক্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। প্রবীণ শিল্পীর এমন সাহসিকতার প্রশংসা করেছেন নেটিজেনরা।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version