Wednesday, November 5, 2025

অভিষেকের বাড়ির কাছাকাছি গেলে পকেটে স্বাস্থ্যসাথী কার্ড রাখার পরামর্শ কুণালের

Date:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও নিয়ে বিজেপির কর্মসূচি সুপার ফ্লপ।এই বিষয় নিয়ে কটাক্ষ করে সোমবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল বলেন, ওরা অভিষেকের বাড়ি অনেকদিন থেকেই টার্গেট করে রেখেছে। বিজেপি তো ইডি-সিবিআইকে পাঠিয়ে দেয়। ব্যক্তিগত আক্রমণ, পরিবারকে আক্রমণ, ব্যক্তিগত কুৎসা, এগুলোতো ওরাই শুরু করেছেন। আমরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাও করেছিলাম তার কারণ রাজবংশী মেরে রাজবংশী প্রেম দেখানো হচ্ছে। ভাবতে পারেন ১৮০ টি বুলেট একজনের শরীরে। আমরা দোষীদের শাস্তি চাই। তাই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ির বেশ কিছুটা দূরে অবস্থান করা হয়েছে। বিজেপির যারা অভিষেকের বাড়ির কাছাকাছি যেতে চান তাদের শুধু মনে করিয়ে দেবো, সাথে স্বাস্থ্যসাথী কার্ডটা রাখবেন যাতে বাড়ি ফেরার সময় বিনা পয়সায় চিকিৎসা করে বাড়ি ফিরতে পারেন।

এমনকী,বৃহস্পতিবার থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। ঠিক সেইদিনই পাহাড়ে বনধ ডেকেছে বিনয় তামাংরা। এ প্রসঙ্গে কুণাল বলেন, অত্যন্ত জনবিরোধী সিদ্ধান্ত। বহুদিন পর পাহাড়ের মানুষ শান্তিতে আছেন। একটা সুস্থ-সফল-সচল অর্থনৈতিক পরিস্থিতি ফিরে এসেছে পাহাড়ে। সেখানে যে বা যারা ফের অচলাবস্থার সৃষ্টি করার চেষ্টা করবেন কেউ তা মেনে নেবে না। পাহাড়ে ফের পর্যটকরা আসছেন, মানুষ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। কারো কারো মদতে যারা পরিস্থিতি ঘোরালো করার চেষ্টা করছেন তা ব্যর্থ হবে।

নদিয়ায় বিএসএফের কমান্ডারের ধর্ষণ কাণ্ডে কুণালের স্পষ্ট কথা, যারা বিএসএফের হয়ে সওয়াল করেন যে বিএসএফ এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই তার নমুনা। আমরা অবিলম্বে বিএসএফের তরফ থেকে বিবৃতি দাবি করছি। স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি দাবি করছি. আর যারা বিএসএফের হয়ে সওয়াল করেন তাদের বক্তব্য জানতে চাইছি। তিনি বলেন, কোচবিহারে বিমান পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন। আর বিজেপির কেউ কেউ তাতে উঠবে উঠবে করছে। বিজেপি ছেলেমানুষি করুক তৃণমূল এসব ছেলেমানুষির মধ্যে থাকে না।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version