Tuesday, November 25, 2025

চাকরি হারিয়ে নিজেদের সংস্থা খুললেন গুগলের ৭ প্রাক্তন কর্মী

Date:

Share post:

চাকরি গিয়েছে। প্রথমটাই খানিকটা দমে গেলেও হার মানেননি গুগলের ৭ প্রাক্তন কর্মচারী। ছাঁটাইয়ের নোটিশ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই নিজেদের স্টার্টআপ সংস্থা খুলে ফেলেছেন তাঁরা।

আরও পড়ুন:Google Layoffs: বিশ্বজুড়ে ১২,০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে গুগল!

হেনরি কার্ক গত আট বছর ধরে কাজ করছিলেন গুগলে। সম্প্রতি আর্থিক মন্দার কারণে খরচ বাঁচানোর লক্ষ্যে ১২০০০ কর্মীকে ছাঁটাই করে গুগল। মাস খানেক আগে তাঁদের সঙ্গেই বাদ পড়েন সিনিয়র ম্যানেজার কার্ক। কিন্তু অপ্রত্যাশিতভাবে চাকরি হারানোর পরেও ভেঙে পড়েননি তিনি। বরং, নতুন কিছু করবেন বলে ঠিক করে নিয়েছিলেন। তাঁর সঙ্গে হাত মিলিয়েছিলেন গুগল থেকে বাদ পড়া আরও ছ’জন কর্মী।
লিঙ্কডইনে পুরো ঘটনাটি শেয়ার করেছেন কার্ক। জানিয়েছেন, তিনি নিজেকে এবং টিমের বাকি সদস্যদের ৬ সপ্তাহ সময় দিয়েছিলেন। তার মধ্যেই নিউইয়র্ক এবং সানফ্রান্সিসকোতে নিজেদের জন্য নতুন ডিজাইন এবং ডেভেলপমেন্ট স্টুডিও তৈরি করবেন বলে মনস্থির করেছিলেন তাঁরা।
ছাঁটাইয়ের আগে ২ মাসের নোটিস পিরিয়ড দেওয়া হয়েছিল তাঁকে, যেটা কিনা সামনের মার্চ মাসে শেষ হচ্ছে। তার মধ্যেই নিজেকে দেওয়া কথা রেখেছেন কার্ক। নতুন উদ্যোগের কথা জানিয়ে গত সপ্তাহে একটি লিঙ্কডইন পোস্টে কার্ক লিখেছিলেন, ‘আমার হাতে আর ৫২ দিন আছে। আমি আপনাদের সাহায্য চাই। আমি সব সময় বিশ্বাস করি কঠোর পরিশ্রমের মূল্য পাওয়া যাবেই যাবে। হয়তো এখনকার পরিস্থিতিতে সেই বিশ্বাসের প্রতি সন্দেহ তৈরি হতে পারে। কিন্তু আমার অভিজ্ঞতা বলছে, জীবনের এই পরিবর্তনগুলো অনেক অভিনব সুযোগও নিয়ে আসে।’
তিনি আরও লেখেন, ‘আজ আমি এক ধাপ এগিয়ে জীবনের এই দুর্দশাকে নতুন সুযোগে পরিণত করতে চলেছি। আমি গুগলের ৬ জন অসাধারণ প্রাক্তন কর্মীর সঙ্গে কাজ শুরু করেছি। আমরা নিউইয়র্ক এবং সানফ্রান্সিসকোতে নতুন ডিজাইন এবং ডেভেলপমেন্ট স্টুডিও খুলছি। হয়তো সেসব করার জন্য এটা সবচেয়ে খারাপ সময়। কিন্তু সেটাই এই কাজের সবচেয়ে উৎসাহের এবং চ্যালেঞ্জিং অংশ।’
কার্ক জানিয়েছেন, তাঁদের নতুন সংস্থায় অন্যান্য সংস্থার অ্যাপ, ওয়েবসাইট ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের জন্য ডিজাইন এবং রিসার্চ টুল পাওয়া যাবে।

 

 

spot_img

Related articles

অযোধ্যার মন্দিরে ধ্বজা উত্তোলন, রাম রাজনীতিতে নজর ঘোরানোর চেষ্টা মোদির

ভোট বাক্স ভরাতে এক বছর আগে অসম্পূর্ণ রাম মন্দির (Ram Mandir, Ayodhya) উদ্বোধন করেছিলেন, এবার ধ্বজা উত্তোলনের মধ্যে...

হেলিকপ্টারে সমস্যা! পিছল মমতার সভা-পদযাত্রার সময়সূচি

হেলিকপ্টারে (Helicopter) সমস্যায় পিছল মুখ্যমন্ত্রীর পদযাত্রা ও সভার সময়। অপরিকল্পিতভাবে চালু করা নির্বাচন কমিশনের (ECI) স্পেশাল ইনটেনসিভ রিভিশনের...

সরকারের উদ্দেশে চিঠি দিয়ে অভিযান বন্ধ রাখার আবেদন মাওবাদী নেতৃত্বের

আত্মসমর্পণের সুযোগ করে দেওয়ার ফলে আপাতত তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মাওবাদীদের বিরুদ্ধে অভিযান স্থগিত রাখার আবেদন জানালেন মাওবাদী (Communist...

সাত দিনে ৪০টি ট্রেন বাতিলের ঘোষণা রেলের, বিপাকে যাত্রীরা

প্রতি সপ্তাহেই কোন না কোন সমস্যার ফলে রীতিমত নাভিশ্বাস উঠছে যাত্রীদের! এই আবহে ফের একগুচ্ছ ট্রেন বাতিল(Train Cansel...