Tuesday, November 11, 2025

৪০ বছর বয়সেও আইসিসি টেস্ট বোলার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জেমস অ্যান্ডারসন !

Date:

জেমস অ্যান্ডারসন এই বয়সেও আইসিসি টেস্ট বোলারে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ! নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে গোলাপি বলের টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন।যার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। আইসিসির সম্প্রতি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে ফিরেছেন  ৪০ বছর ২০৭ দিন বয়সী ইংলিশ পেসার।এর আগে টেস্ট ক্রিকেট ৪০ বছর বয়সী কোনও বোলারকে সর্বশেষ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে দেখেছে সেই ১৯৩৬ সালে।

আইসিসির র‌্যাঙ্কিং বলছে অস্ট্রেলিয়ান পেসার ক্লারি গ্রিমেট ১৯৩৬ সালে ৪৪ বছর ২ মাস বয়সে এক নম্বর হয়েছিলেন। তবে সবচেয়ে বেশি বয়সী এক নম্বরদের তালিকায় গ্রিমেট এক নম্বর নন।১৯৩৩ সালে অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার বার্ট আয়রনমঙ্গার এক নম্বর হয়েছিলেন ৫০ বছর ১০ মাস বয়সে। সব মিলিয়ে বেশি বয়সে এক নম্বর হওয়ার রেকর্ডে জেমস অ্যান্ডারসন আছেন পাঁচ নম্বরে। ৪০ পেরিয়ে এক নম্বর হওয়া অন্য দুজন ‘টিক’ ফ্রিম্যান (৪১ বছর ২ মাস) ও সিডনি বার্নস (৪০ বছর ৯ মাস)।

জানা গিয়েছে, নিউজিল্যান্ডে ১৫ বছর পর ইংল্যান্ডের টেস্ট ম্যাচ জয়ে বড় অবদান রেখেছেন অ্যান্ডারসন। ওই ম্যাচে দুই ইনিংসে মোট ৭ উইকেট নেন তিনি। এতে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিনি দুই ধাপ। অ্যান্ডারসনের শীর্ষে ওঠার দিনে দুই ধাপ নীচে নেমে তিন নম্বরে চলে গেছেন প্যাট কামিন্স।ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে পারফর্ম করতে না পারায় অবনমন হয়েছে কামিন্সের।  নাগপুরে প্রথম টেস্টে একমাত্র ইনিংসে ২০.৩ ওভার করে ২ উইকেট নেন কামিন্স। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৩ ওভার করে ১ উইকেট নেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি একটি বলও করেননি ।

টানা ১৪৬৬ দিন শীর্ষে থাকার পর এক নম্বর স্থান হারালেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। অ্যান্ডারসনের পরেই দুই নম্বরে আছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের এই স্পিনারের রেটিং পয়েন্ট ৮৬৪, যা অ্যান্ডারসনের চেয়ে মাত্র ২ কম। বর্ডার–গাভাস্কার ট্রফিতে অশ্বিনের স্পিনে কুপোকাত অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। প্রথম দুই টেস্টে অশ্বিন উইকেট নিয়েছেন ১৪টি। এই সিরিজের এখনো দুটি টেস্ট বাকি। যেখানে পারফর্ম করে শীর্ষে ওঠার সুযোগ আছে অশ্বিনের সামনে।

টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন রবীন্দ্র জাদেজাও। দিল্লি টেস্টে ১০ উইকেট নেওয়া এই স্পিনার সাত ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯ নম্বরে। আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে যথারীতি এক নম্বরে আছেন জাদেজা।ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা টম ব্লান্ডেল ৪ ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন। ওই ম্যাচে একটি পঞ্চাশোর্ধ্ব  ইনিংস খেলা ডেভন কনওয়ে ৫ ধাপ এগিয়ে ১৭ নম্বরে।

 

 

Related articles

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...

অঙ্গ দান-প্রতিস্থাপনে বিপ্লব আসছে রাজ্যে! হার্ট-লিভার-কিডনি ব্যাঙ্কের পরিকল্পনা: জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে আরও অর্গ্যান ব্যাঙ্ক তৈরি হোক। চান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banarjee)। মঙ্গলবার, ভ্রাম্যমাণ...

ইডেনে ঘূর্ণি পিচের আভাস, স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতিতে জোর গিলদের

শীতের শুরুতেই কলকাতায় ক্রিকেট কার্নিভাল। ভারত-দক্ষিণ আফ্রিকা(India VS South Afrcia) প্রথম টেস্টের আগে চর্চায় ইডেনের  পিচ। শহরে আসার...
Exit mobile version