Thursday, November 13, 2025

কলকাতার (Kolkata) ঐতিহ্য আর আবেগের সঙ্গে জড়িয়ে আছে ট্রাম। ১৮৭৩ সালে আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ট্রাম চালু হয়। এই যাত্রা পথের দৈর্ঘ্য ছিল প্রায় ৩.৯ কিলোমিটার। কিন্তু যাত্রীর অভাবে এই পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপর ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি নামে একটি লন্ডন ভিত্তিক কোম্পানি কলকাতায় ট্রাম পরিষেবা (Tram Service in Kolkata) শুরু করে। দেখতে দেখতে প্রায় ১৫০ বছর কেটে গেল। এবার কি ট্রামের সফর শেষ হতে চলেছে? বেশ কিছুদিন ধরেই এই চিন্তা ঘুরপাক খাচ্ছিল কলকাতা তথা রাজ্যবাসীর মনে। এবার জল্পনার অবসান ঘটাল রাজ্য সরকার (Government of West Bengal)। কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়ার কোনও পরিকল্পনা আপাতত রাজ্য সরকারের নেই, স্পষ্ট ভাবে জানালেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

মঙ্গলবার অধিবেশনের শেষে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ট্রাম নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনার কথা জানতে চান। তিনি বলেন ট্রাম কলকাতার ঐতিহ্য, আবেগের সঙ্গে জড়িত। সাম্প্রতিককালে জানা যাচ্ছে সরকার ট্রাম বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। অন্তত কয়েকটি রুটে যাতে ট্রাম চালানো যায় সে ব্যাপারে অধ্যক্ষ সরকারের কাছে আবেদন জানান। অধ্যক্ষকে আশ্বস্ত করে, মেয়র ফিরহাদ হাকিম বলেন, মেট্রো রেলের কাজ ও অন্য কিছু কারণে কয়েকটি রুটে ট্রাম চলাচল বন্ধ করা হয়েছে। যে রুটগুলিতে ট্রাম চলছে, সেগুলি বন্ধ হচ্ছে না। ট্রাম বন্ধ করার কোনও অভিপ্রায়ও সরকারের নেই। কোনও সরকারি বিজ্ঞপ্তিও নেই এ বিষয়ে। যে সব লাইনে সমস্যা আছে সেগুলি মেরামত করা হচ্ছে। সরকার বিষয়টি দেখছে। পরিবহন দফতর সূত্রে খবর আগে শহর কলকাতায় ৪১টি রুটে ৭৬ কিলোমিটার জুড়ে ট্রাম পরিষেবা পাওয়া যেত। তবে এখন তা কমে মাত্র দু’টি রুটে প্রায় ১৪ কিলোমিটার জুড়ে ট্রাম চলাচল করে। ঐতিহ্য ধরে রাখতে সরকার আগামী দিনে চারটি রুটে ট্রাম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।

 

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version