Saturday, November 1, 2025

রাত পোহালেই শুরু মাধ্যমিক, মিলবে বাড়তি বাস-ট্রেন-মেট্রো

Date:

Share post:

বৃহস্পতিবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা দেবে রাজ্য পরিবহণ সংস্থা। জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার জন্য শহরের বিভিন্ন প্রান্তে অতিরিক্ত ১ হাজার বাস চালাবে। একইসঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত পরীক্ষার সময় ৫৫ থেকে ৬০টি অতিরিক্ত বাস পরিষেবা থাকবে শহরের গুরুত্বপূর্ণ বাস ডিপোগুলিতে। যাদবপুর, হাওড়া, জোকা, ঠাকুরপুকুর, নিউটাউন, ও বারাকপুরের মতো ডিপোগুলিতে থাকবে এই অতিরিক্ত বাসের পরিষেবা। হাওড়া ও এসপ্ল্যানেড ডিপোতে অতিরিক্ত বাস রিজার্ভ করা থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দফতরের তরফে বাস পরিষেবা বজায় থাকবে। একইসঙ্গে পরিবহণ দফতরের নির্দেশ, দূরের রুটের ক্ষেত্রে স্টপেজ না থাকলেও ছাত্রছাত্রীদের জন্য বাস থামাতে হবে।

একইসঙ্গে মেট্রো রেল জানিয়েছে, পরীক্ষার সময় শনিবার করে ৮টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। এর মধ্যে ৪টি আপ এবং ৪টি ডাউন ট্রেন। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এবং ১৩ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষার আগে এবং পরে ৫-৬ মিনিট অন্তর ট্রেন চালাবে মেট্রো। পরীক্ষার্থী, অভিভাবক এবং পরীক্ষকরা যাতে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে  যথা সময়ে পৌঁছতে পারেন এবং পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফিরতে যাতে কোনও রকম অসুবিধে না হয়, সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

পূর্ব রেল  ছাত্রছাত্রীদের জন্য বেশকিছু লোকাল ট্রেনের বাড়তি স্টপেজের ব্যাবস্থা করেছে। রেলের তরফে জানানো হয়েছে, পরীক্ষার দিনগুলিতে ইএমইউ-এমইএমইউ ট্রেন পলতা, কাঁকিনাড়া ও পায়রাডাঙার মতো স্টেশনগুলিতে সকাল ১টা থেকে ১১.৪৫ মিনিট ও বিকেল ৩টে থেকে সাড়ে ৪টে পর্যন্ত থামবে।

এবারের মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা এবার প্রায় ৪ লক্ষ কম। কারণ হিসেবে কোভিড পরিস্থিতিকেই অনেকাংশে দায়ী করা হচ্ছে।

 

 

 

spot_img

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...