Saturday, January 31, 2026

রাত পোহালেই শুরু মাধ্যমিক, মিলবে বাড়তি বাস-ট্রেন-মেট্রো

Date:

Share post:

বৃহস্পতিবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা দেবে রাজ্য পরিবহণ সংস্থা। জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার জন্য শহরের বিভিন্ন প্রান্তে অতিরিক্ত ১ হাজার বাস চালাবে। একইসঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত পরীক্ষার সময় ৫৫ থেকে ৬০টি অতিরিক্ত বাস পরিষেবা থাকবে শহরের গুরুত্বপূর্ণ বাস ডিপোগুলিতে। যাদবপুর, হাওড়া, জোকা, ঠাকুরপুকুর, নিউটাউন, ও বারাকপুরের মতো ডিপোগুলিতে থাকবে এই অতিরিক্ত বাসের পরিষেবা। হাওড়া ও এসপ্ল্যানেড ডিপোতে অতিরিক্ত বাস রিজার্ভ করা থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দফতরের তরফে বাস পরিষেবা বজায় থাকবে। একইসঙ্গে পরিবহণ দফতরের নির্দেশ, দূরের রুটের ক্ষেত্রে স্টপেজ না থাকলেও ছাত্রছাত্রীদের জন্য বাস থামাতে হবে।

একইসঙ্গে মেট্রো রেল জানিয়েছে, পরীক্ষার সময় শনিবার করে ৮টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। এর মধ্যে ৪টি আপ এবং ৪টি ডাউন ট্রেন। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এবং ১৩ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষার আগে এবং পরে ৫-৬ মিনিট অন্তর ট্রেন চালাবে মেট্রো। পরীক্ষার্থী, অভিভাবক এবং পরীক্ষকরা যাতে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে  যথা সময়ে পৌঁছতে পারেন এবং পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফিরতে যাতে কোনও রকম অসুবিধে না হয়, সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

পূর্ব রেল  ছাত্রছাত্রীদের জন্য বেশকিছু লোকাল ট্রেনের বাড়তি স্টপেজের ব্যাবস্থা করেছে। রেলের তরফে জানানো হয়েছে, পরীক্ষার দিনগুলিতে ইএমইউ-এমইএমইউ ট্রেন পলতা, কাঁকিনাড়া ও পায়রাডাঙার মতো স্টেশনগুলিতে সকাল ১টা থেকে ১১.৪৫ মিনিট ও বিকেল ৩টে থেকে সাড়ে ৪টে পর্যন্ত থামবে।

এবারের মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা এবার প্রায় ৪ লক্ষ কম। কারণ হিসেবে কোভিড পরিস্থিতিকেই অনেকাংশে দায়ী করা হচ্ছে।

 

 

 

spot_img

Related articles

রাজ্য প্রশাসনে একাধিক রদবদল, সচিব পদে পরিবর্তন

ভোটের  আগে রাজ্য পুলিশে বড়সড় রদবদল হয়েছে। পুলিশের পাশাপাশি প্রশাসনেও  বড় রদবদল হয়েছে।  রাজ্য প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ দফতর...

বিদায় নিচ্ছে শীত, সপ্তাহ শেষে কুয়াশার দাপট উত্তরে, জানুন আবহাওয়ার আপডেট

বিদায়ের পথে শীত।  জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই শীতের(Winter) দাপট কমছ সঙ্গে তাপমাত্রার পারদ বাড়ছে। দক্ষিণবঙ্গে শনিবার সামান্য কমলো...

ধর্ম জেনে বেধড়ক মার! যোগীরাজ্যে আক্রান্ত কাশ্মীরের যুবক

বিজেপি শাসিত রাজ্যে ভয়ঙ্কর (BJP ruled state) পরিণতি নাবালকের! সংখ্যালঘু পরিচয় দিলেই যে তাঁকে আক্রমের শিকার হতে হবে...

সিঙ্গুরের জমিতে ফলছে সোনার ফসল, মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্বস্তিতে কৃষকরা

সিঙ্গুরের জমিতে ফলছে সোনালী ফসল। আর এতেই মুখে হাসি ফুটেছে সিঙ্গুরের(Singure) চাষিদের। সিঙ্গুরের যে সমস্ত জমি অধিগ্রহণ করেছিল...