তেলবাজ! ভাষা-তরজায় শালীনতার সীমা ছাড়লেন শুভাপ্রসন্ন, পাল্টা কী বললেন কুণাল

ভাষা দিবসে বাংলা শব্দ নিয়ে তরজায় শালীন ভাষার সীমা লঙ্ঘন করলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন (Shubhaprasanna)। সমভাবাপন্ন বিশিষ্টদেরই বেনজির ভাষায় আক্রমণ করলেন শিল্পী। ২১ ফেব্রুয়ারি, দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বাংলা ভাষায় ‘পানি’ বা ‘দাওয়াত’-এর মতো শব্দের অনুপ্রবেশ নিয়ে মন্তব্য করেছিলেন শুভাপ্রসন্ন। তাঁর মন্তব্যের বিরোধিতা করেন মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভাষায় শব্দবৃদ্ধি প্রসঙ্গে প্রাবন্ধিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ির (Nrishinhaprasad Bhaduri) মন্তব্যকে সমর্থন করেন মুখ্যমন্ত্রী। ওই মঞ্চে মমতার লেখা কবিতা পাঠ করেন কবি সুবোধ সরকার (Subhad Sarkar)। এই নিয়ে দুই বর্ষীয়ান সাহিত্যিককে ‘তেলবাজ’ বলতেও কসুর করেননি শুভাপ্রসন্ন। তা নিয়ে তাঁকে তুমুল খোঁচা দেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চে শুভাপ্রসন্ন বলেন, ‘‘বাংলা ভাষার উচ্চারণ, বাংলা ভাষার তাৎপর্য, বাংলার ভাষার বৈশিষ্ট্য থেকে আমরা সরে আসছি। আমরা দেখছি বহু কারণে, নানান সাম্প্রদায়িক ছাপ বাংলা ভাষায় চলে এসেছে।’’ এই প্রসঙ্গে তিনি ‘পানি’, ‘দাওয়াত’ শব্দের অনুপ্রবেশ নিয়ে আপত্তি তোলেন। এই মন্তব্যের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী। উল্টে মমতা বলেন, ‘‘আমি নৃসিংহ’দার সঙ্গে একমত। কথায় যত বেশি বাংলা শব্দ বৃদ্ধি পাবে, তত বেশি বাংলা ভাষার বৃদ্ধি হবে। আমরা যদি হৃদয়টাকে ছোট করে রাখি, তা হলে হৃদয় কোনও দিনই বৃদ্ধি পাবে না। যত বেশি দেওয়া-নেওয়া হবে, মূল ঐতিহ্যটাকে ঠিক রেখেই আমি ভাষাটাকে বাড়াব।’’

বুধবার, এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে শালীনতার সীমা ছাড়ান শুভাপ্রসন্ন। বলেন, ‘‘নৃসিংহ-ফৃসিংহ কিছু আছে না, তেলবাজ, যাদের জীবনে কখনও আগে দেখিনি আন্দোলন বা অমুক-তমুকে। পরিবর্তনের সরকারের আগে আমরা এত কিছু করেছি! এই লোকগুলো ছিল কোথায়? আজকের সুবোধই বা ছিল কোথায়? ওরা তো উল্টে আমাদের গালাগাল দিত! সেই এরা এখন সবচেয়ে বড় তেলবাজ হয়ে গিয়েছে। আমরা ভাষা বুঝি না, এই সব বড় বড় কথা বলেছে!’’

আরও পড়ুন- রাত পোহালেই শুরু মাধ্যমিক, মিলবে বাড়তি বাস-ট্রেন-মেট্রো

শুভাপ্রসন্নের মন্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, সুবোধ সরকার। তবে, নিজেদের ভাষার মান নামানি তাঁরা। দুজনেই শুভাপ্রসন্নর প্রতি শ্রদ্ধা জানান। তিনি বর্ষীয়ান। দীর্ঘদিন ধরে তৃণমূল নেত্রীর পাশে থেকে লড়াই করেছেন বলে মন্তব্য করেন নৃসিংহপ্রসাদ, সুবোধরা।

এদিন বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তীব্র কটাক্ষ করে বলেন, ‘‘জলের বহু প্রতিশব্দ রয়েছে। পানি বাংলা শব্দ। শুভাপ্রসন্ন কাক আঁকেন। ওঁর কাক জল খায়, না পানি খায় তা আমি বলতে পারব না। আমি বলব, আপনি কাক আঁকছেন আঁকুন। এসবের মধ্যে ঢুকতে যাবেন না।’’

রাজনৈতিক মহলের খবর, সরকারি বিভিন্ন সুবিধার পেতে বিভিন্ন জায়গায় তদ্বির করছেন শুভাপ্রসন্ন। কাক(ছবি আঁকা)শিল্পীর সেই আবেদন গ্রাহ্য না হওয়াতেই ঘোঁসা হয়েছে তাঁর। সেই কারণেই এখন এসব বলে বিতর্কে বলা ভালো খবরে থাকবে চাইছেন তিনি।

 

 

Previous articleকবে শেষ হবে অ্যা*ডিনো, সময়সীমা জানালেন বিশেষজ্ঞরা
Next articleজেলেই মানিকের ‘সংসার’!