Saturday, August 23, 2025

নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bharracharya)। এবার বাদ গেলেন না তাঁর স্ত্রী, পুত্রও। তাদের দুজনকেই জেলে পাঠাল আদালত। আগামী ৬ মার্চ পর্যন্ত দুজনকেই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর রয়েছে মানিকের কন্যা স্বাতী ভট্টাচার্য এবং তাঁর স্বামীর উপরেও। বাবা, মা, ছেলের গ্রেফতারির পর এবার মেয়ের ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন। বুধবার আদালতে জামিনের আর্জি জানিয়েও শেষরক্ষা হল না।

এদিন আদালত থেকে মানিকের স্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে আলিপুর সংশোধনাগারে (Alipore Correctional Home) এবং ছেলে সৌভিকের ঠিকানা প্রেসিডেন্সি জেল (Presidency Jail)। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম থাকায় বুধবার আদালত সমন করেছিল শতরূপা ও সৌভিককে। আগেই তাঁরা আদালতে হাজিরা দিয়েছিলেন। কিন্তু আগের দিন না হওয়ায় বুধবার এই মামলার শুনানি হয়। তবে এদিন প্রথম থেকেই জামিনের বিরোধিতা করে ইডি (Enforcement Directorate)। বিচারপতিকে জানানো হয়, মানিকের স্ত্রী পুরো কেলেঙ্কারির বিষয় জানতেন।

তবে এদিন এই সব শুনে বিচারক এদিন ইডিকে প্রশ্ন করেন, এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন এতদিন গ্রেফতার করা হয়নি মানিকের স্ত্রী-পুত্রকে? তবে দু পক্ষের সওয়াল জবাব শেষে রায়দান স্থগিত রাখা হয়। পরে দুজনকেই জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিন মানিকের স্ত্রী, পুত্রের তরফে আইনজীবী আদালতে দাবি করেন, সমনের ভিত্তিতে তাঁরা নিজে থেকেই হাজিরা দিয়েছেন। গ্রেফতার করে তাঁদের আনতে হয়নি। ইডির তদন্তেও তাঁরা সহযোগিতা করেছেন। জামিনের জন্য যে কোনও শর্ত তাঁরা মানতে রাজি আছেন বলেও আদালতে জানান আইনজীবী। তবুও লাভের লাভ কিছুই হল না।

 

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version