Wednesday, August 27, 2025

নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bharracharya)। এবার বাদ গেলেন না তাঁর স্ত্রী, পুত্রও। তাদের দুজনকেই জেলে পাঠাল আদালত। আগামী ৬ মার্চ পর্যন্ত দুজনকেই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর রয়েছে মানিকের কন্যা স্বাতী ভট্টাচার্য এবং তাঁর স্বামীর উপরেও। বাবা, মা, ছেলের গ্রেফতারির পর এবার মেয়ের ভবিষ্যৎ নিয়েও উঠছে প্রশ্ন। বুধবার আদালতে জামিনের আর্জি জানিয়েও শেষরক্ষা হল না।

এদিন আদালত থেকে মানিকের স্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে আলিপুর সংশোধনাগারে (Alipore Correctional Home) এবং ছেলে সৌভিকের ঠিকানা প্রেসিডেন্সি জেল (Presidency Jail)। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম থাকায় বুধবার আদালত সমন করেছিল শতরূপা ও সৌভিককে। আগেই তাঁরা আদালতে হাজিরা দিয়েছিলেন। কিন্তু আগের দিন না হওয়ায় বুধবার এই মামলার শুনানি হয়। তবে এদিন প্রথম থেকেই জামিনের বিরোধিতা করে ইডি (Enforcement Directorate)। বিচারপতিকে জানানো হয়, মানিকের স্ত্রী পুরো কেলেঙ্কারির বিষয় জানতেন।

তবে এদিন এই সব শুনে বিচারক এদিন ইডিকে প্রশ্ন করেন, এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন এতদিন গ্রেফতার করা হয়নি মানিকের স্ত্রী-পুত্রকে? তবে দু পক্ষের সওয়াল জবাব শেষে রায়দান স্থগিত রাখা হয়। পরে দুজনকেই জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিন মানিকের স্ত্রী, পুত্রের তরফে আইনজীবী আদালতে দাবি করেন, সমনের ভিত্তিতে তাঁরা নিজে থেকেই হাজিরা দিয়েছেন। গ্রেফতার করে তাঁদের আনতে হয়নি। ইডির তদন্তেও তাঁরা সহযোগিতা করেছেন। জামিনের জন্য যে কোনও শর্ত তাঁরা মানতে রাজি আছেন বলেও আদালতে জানান আইনজীবী। তবুও লাভের লাভ কিছুই হল না।

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version