Tuesday, December 23, 2025

আমি ম*র্মাহত: শিলিগুড়িতে কেন বললেন মুখ্যমন্ত্রী!

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষার প্রথমদিনই মর্মান্তিক ঘটনা। পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হল জলপাইগুড়ির পরীক্ষার্থীর। এই ঘটনায় তিনি মর্মাহত। সফর সেরে ফেরার পথে বৃহস্পতিবার শিলিগুড়ি (Siliguri) বিমানবন্দরে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, তৃণমূল নেতা গৌতম দেব ও জেলাশাসককে তিনি নিহত ছাত্রের বাড়িতে পাঠিয়েছেন। মাধ্যমিক, মাদ্রাসা, সিবিএসই, আইসিএসই-সহ সব বোর্ডের পরীক্ষার পরীক্ষার্থীদের শুভকামনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর আগে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। এদিন, সকালে এই জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন এলাকায় অর্জুন দাস নামে ওই পরীক্ষার্থী ও বাবার উপর হামলা চালায় দলছুট একটি দাঁতাল। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও অর্জুনকে বাঁচানো যায়নি। উত্তরবঙ্গ ও মেঘালয় সফর শেষে কলকাতা ফেরার পথে শিলিগুড়িতেই এই খবর পান মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে জেলাশাসক ও শিলিগুড়ির মেয়রকে মৃত ছাত্রের বাড়িতে পাঠান তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এই ঘটনায় শুনেই আমার মনটা খারাপ হয়ে গিয়েছে। আমি মর্মাহত। জীবনে প্রথম বড় পরীক্ষা দেওয়ার আগেই সব শেষ হয়ে গেল।“ মুখ্যমন্ত্রী জানান, হাতির সংখ্যা অত্যন্ত বেড়ে গিয়েছে। ফলে কখন যে হামলা চালাবে বলা যায় না। দলছুট হাতিই ধরনের ঘটনা ঘটায়। মুখ্যমন্ত্রী শিক্ষা দফতরকে নির্দেশ দিয়েছেন হাতির আগানাগোনা যে অঞ্চলে বেশি, সেখানে পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করা যায় কি না তা দেখতে।

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, হাতির সংখ্যা বৃদ্ধির বিষয়ে বারবার কেন্দ্রকে জানিয়েও লাভ হয়নি। ফলে ভুগছে বাংলা, ঝাড়খণ্ড। যদিও নেপাল বা বাংলাদেশ এই বিষয়টি অন্য ভাবে মোকাবিলা করে। তবে, এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, ফাজিল, সিবিএসই, আইসিএসই-সহ সব বোর্ডের পরীক্ষার্থীদের শুভকামনা জানান মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

নেতিবাচক ঘটনার মধ্যেও খুঁজছেন ইতিবাচক দিক, কঠিন সময়ে স্মৃতির জীবনমন্ত্র

ঠিক এক মাস আগে ব্যক্তিগত জীবনে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল স্মৃতি মান্ধানার(Smriti Mandhana) জীবনে। এরপর গত এক মাস...

পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পে প্লাস্টিক বর্জ্যে রাজ্যজুড়ে হবে রাস্তা

পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পের আওতায় এ বছর রাজ্যজুড়ে প্লাস্টিক বর্জ্য (Plastic waste) ব্যবহার করে প্রায় ১,৭৬০ কিলোমিটার বিটুমিনাস রাস্তা নির্মাণ...

প্যাংগং লেকের ধারে রেড ফক্স! ভাইরাল বন্যপ্রাণকে ঘিরে সতর্কবার্তা

নীল আকাশের নীচে প্যাংগং হ্রদের (Pongong Lake) ধারে আপন মনে ঘুরে বেড়াচ্ছে এক হিমালয়ান রেড ফক্স (Himalayan Red...

বিজেপির মধ্যপ্রদেশে ছাড় নেই দৃষ্টিহীনের! ‘ধর্মান্তকরণের’ অভিযোগে মহিলাকে মার নেত্রীর

চার্চে চলছে ধর্মান্তকরণ। এই খবর ছড়িয়ে পড়তেই চার্চে চড়াও বজরং দলের কর্মীরা। নেতৃত্বে মধ্যপ্রদেশের জবলপুরের (Jabalpur) জেলা সহ-সভাপতি...