একেই বলে কপাল। ব্যাট আটকে জেতা ম্যাচ হাতছাড়া হলো ভারতের। বৃহস্পতিবার ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের ব্যাট মাটিতে আটকে যাওয়ায় রান আউট হন তিনি। আর সেই সঙ্গে শেষ হয়ে গেল ভারতের ফাইনালে ওঠার স্বপ্নও। আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারতীয় দল। বৃহস্পতিবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হারল টিম ইন্ডিয়া।
ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান করে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন মুনি। ৪৯ রান করেন লানিং। ভারতের হয়ে দুটি উইকেট নেন শিখা পান্ডে। একটি করে উইকেট নেন দীপ্তি শর্মা এবং রাধা যাদব।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬৭ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। টিম ইন্ডিয়ার লড়াই চালান অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং জেমিমা রডরিগেজ। ৫২ রান করেন হরমনপ্রীত। ব্যাট মাটিতে আটকে যাওয়ায় রান আউট হন তিনি। আর সেই সঙ্গে শেষ হয়ে গেল ভারতের ফাইনালে ওঠার স্বপ্ন। রডরিগেজ করেন ৪৩ রান। ২০ রানে অপরাজিত দীপ্তি। ৯ রান করেন শেফালি ভর্মা। ২ রান করেন স্মৃতি মান্ধনা।
আরও পড়ুন:খারাপ ফর্ম, রাহুলের জন্য বিশেষ পরিকল্পনা বোর্ডের