Monday, November 3, 2025

একই পরিবারের ৩ সদস্যের ম*র্মান্তিক পরিণতি! কারণ নিয়ে ধোঁয়াশা  

Date:

বাড়ির ভিতর থেকে রহস্যজনকভাবে উদ্ধার হল দুই মেয়ে ও মায়ের মৃতদেহ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বর্ধমানের (Burdwan) পীরপুকুর এলাকায়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন মা এবং দুই মেয়ে। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, বর্ধমানের পীরপুকুর এলাকায় দীর্ঘদিন ধরেই থাকতেন মৃণালিনী চৌধুরী (৬০) এবং তাঁর দুই মেয়ে বন্দিতা চৌধুরী (৪০) ও সঙ্ঘমিতা চৌধুরী (৩২)। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতোই তাঁদের বাড়িতে গিয়েছিলেন পরিচারিকা রূপালি হাজরা। তবে দরজা বন্ধ থাকায় একাধিকবার ডাকাডাকি করলেও লাভের লাভ কিছুই হয়নি। কিন্তু এরপর কোনও সাড়াশব্দ না পেয়েই তিনি স্থানীয়দের খবর দেন। খবর দেওয়া হয় তাঁদের আত্মীয়দেরও। এরপর প্রতিবেশী এবং আত্মীয়েরা বাড়িতে ঢুকে দেখতে পান ডাইনিং হলে তিন জনের মৃতদেহ পড়ে। সেখান থেকে উদ্ধার হয়েছে একটি বোতলও। যাতে বিষ (Poison) রয়েছে বলে সন্দেহ পুলিশের। ইতিমধ্যে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মৃণালিনী চৌধুরীর মামা বিশ্বনাথ মল্লিক জানান, কোভিডে মারা যান মৃণালিনী চৌধুরীর স্বামী বিমল চৌধুরী ও তাঁর বাবা ভোলানাথ মণ্ডল। তারপর থেকেই তাঁরা মানসিক অবসাদে ভুগছিলেন। তবে তারই জেরে যে এমন অঘটন তা স্বপ্নেও ভাবতে পারেননি তাঁরা। তবে পুলিশের প্রাথমিক অনুমান মা ও দুই মেয়ে আত্মঘাতী হয়েছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় বলেন, তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তেমন কোনও আঘাতের চিহ্ন নেই শরীরে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পুরো বিষয় স্পষ্ট হবে।

 

 

 

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version