Monday, November 10, 2025

মুসাতে রেহাই নেই, এবার ”মোটু টুকি” বলে পার্থকে উত্যক্ত দুই ছিঁচকে চোরের

Date:

এসএসসি ও শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারের আবাসিক রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি’র দাবি, বৃহত্তর দুর্নীতির মাস্টার মাইন্ড রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর জেলবন্দি দিশাতে মশকরা, টিটকিরি, জ্বালাতন নাজেহাল পার্থবাবু!

আরও পড়ুন:ফের আদালতে ভর্ৎসনার মুখে সিবিআই, জামিন নাকচ পার্থসহ ৭ জনের
জেল সূত্রে খবর, সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়কে শৌচকর্মে ব্যবহৃত মগ ছুড়ে মেরেছে আইএস জঙ্গি অভিযোগে বন্দি মুসা। মগের আঘাতে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যান পার্থবাবু। সামান্য আঘাত লেগেছিল থুতনিতে। নিয়ে যেতে হয় এসএসকেএম হাসপাতালে।

কিন্তু বন্দিদশায় পার্থবাবুর বিড়ম্বনার শেষ নেই। সেল থেকে খুব একটা বাইরে আসেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। দিনের বেলায় সেলে যখন বইপত্র ঘাঁটছেন বা বিশ্রাম করছেন পার্থবাবু, ঠিক তখনই বাইরে থেকে বারবার ”মোটু টুকি, মোটু টুকি” বলে টিপ্পনি মারা হয় তাঁকে। লাগাতার এই টিটকিরিতে জেরবার প্রাক্তন শিক্ষামন্ত্রী। অভিযোগ জানিয়েছেন জেল কর্তৃপক্ষওকেও। কিন্তু কারা তাঁর শরীর নিয়ে এই টিটকিরি করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে?

খুঁজতে গিয়ে জেল কর্তৃপক্ষ জানতে পারে দুই ছিঁচকে চোর এই কাণ্ড করছে। মোটু বলে তারাই জ্বালাচ্ছিল পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থবাবুর সেলের কাছ থেকে তাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়। গ্রেফতারের পর থেকে প্রেসিডেন্সি জেলে
বারে বারে কটাক্ষের শিকার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জেলবন্দির একেবারে শুরুর দিয়ে তাঁকে দেখামাত্রই কিছু বন্দি অনবরত “চোর, চোর’’ বলে টিপ্পনি কাটত। তখনও জেল কর্তৃপক্ষ উৎপাত করা ওই বন্দিদের অন্যত্র সরিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিল।

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version