Thursday, August 21, 2025

মুসাতে রেহাই নেই, এবার ”মোটু টুকি” বলে পার্থকে উত্যক্ত দুই ছিঁচকে চোরের

Date:

এসএসসি ও শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারের আবাসিক রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি’র দাবি, বৃহত্তর দুর্নীতির মাস্টার মাইন্ড রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর জেলবন্দি দিশাতে মশকরা, টিটকিরি, জ্বালাতন নাজেহাল পার্থবাবু!

আরও পড়ুন:ফের আদালতে ভর্ৎসনার মুখে সিবিআই, জামিন নাকচ পার্থসহ ৭ জনের
জেল সূত্রে খবর, সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়কে শৌচকর্মে ব্যবহৃত মগ ছুড়ে মেরেছে আইএস জঙ্গি অভিযোগে বন্দি মুসা। মগের আঘাতে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যান পার্থবাবু। সামান্য আঘাত লেগেছিল থুতনিতে। নিয়ে যেতে হয় এসএসকেএম হাসপাতালে।

কিন্তু বন্দিদশায় পার্থবাবুর বিড়ম্বনার শেষ নেই। সেল থেকে খুব একটা বাইরে আসেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। দিনের বেলায় সেলে যখন বইপত্র ঘাঁটছেন বা বিশ্রাম করছেন পার্থবাবু, ঠিক তখনই বাইরে থেকে বারবার ”মোটু টুকি, মোটু টুকি” বলে টিপ্পনি মারা হয় তাঁকে। লাগাতার এই টিটকিরিতে জেরবার প্রাক্তন শিক্ষামন্ত্রী। অভিযোগ জানিয়েছেন জেল কর্তৃপক্ষওকেও। কিন্তু কারা তাঁর শরীর নিয়ে এই টিটকিরি করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে?

খুঁজতে গিয়ে জেল কর্তৃপক্ষ জানতে পারে দুই ছিঁচকে চোর এই কাণ্ড করছে। মোটু বলে তারাই জ্বালাচ্ছিল পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থবাবুর সেলের কাছ থেকে তাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়। গ্রেফতারের পর থেকে প্রেসিডেন্সি জেলে
বারে বারে কটাক্ষের শিকার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জেলবন্দির একেবারে শুরুর দিয়ে তাঁকে দেখামাত্রই কিছু বন্দি অনবরত “চোর, চোর’’ বলে টিপ্পনি কাটত। তখনও জেল কর্তৃপক্ষ উৎপাত করা ওই বন্দিদের অন্যত্র সরিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিল।

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version