Saturday, November 8, 2025

Sukesh Chandrasekhar : প্রতা*রণার দায়ে জেলে, তবু পায়ে দেড় লাখের চপ্পল এখনও !

Date:

তছরুপের দায়ে জেলে রয়েছেন অভি*যুক্ত, কিন্তু পরিপাটি জীবনযাত্রার বিলাসিতা রয়ে গেছে সেই আগের মতোই। আশি হাজার টাকা জিন্স আর দেড় লক্ষ টাকার চপ্পল পরে জেলেই ভাইরাল সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar)। দেশের অন্যতম ‘সেলিব্রেটি কনম্যান’ আপাতত শ্রীঘরে। দেশের এক নামী ব্যবসায়িক সংস্থার মালিক ও তাঁর স্ত্রীয়ের কাছ থেকে ২১৭ কোটি টাকা তোলা আদায়ের অভিযোগ রয়েছে এই সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) বিরুদ্ধে। তিনি আপাতত মান্ডোলি জেলে (Mandoli Jail) রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাই*রাল সেই জেলের সিসিটিভি ফুটেজ। আর তাতেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

 

নিজের বিলাসবহুল জীবনযাত্রার খরচ তোলার জন্য নামী ব্যবসায়ীর কাছ থেকে দফায় দফায় টাকা নিতেন সুকেশ বলে অভিযোগ। পাশাপাশি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) সঙ্গেও তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি, ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-র দিন সাংবাদিকদের মাধ্যমে জ্যাকলিনকে প্রেম দিবসের শুভেচ্ছাও জানিয়েছিলেন সুকেশ।সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকেও একাধিকবার তলব করেছেন তদন্তকারী অফিসারেরা। এই প্রসঙ্গে জ্যাকলিন ও তাঁর পরিবারের সদস্যদের বহু নামী দামি উপহার সুকেশ দিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে। সেই অভিযোগ তোকে আশি হাজার টাকা জিন্স আর দেড় লক্ষ টাকার চপ্পল পরে জেলের ভেতরে দেখে অবাক হয়েছেন প্রত্যেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে , সুকেশের জেলের সেল-এর ভিতরে তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছেন জেলের আধিকারিকেরা। আর সেই সেল-এরই এক কোণে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন সুকেশ। জেলের ভেতরে এইরকম এলাহি ব্যবস্থার কথা কল্পনাও করতে পারছেন না নেটাগরিকরা। যদিও জেলের ভেতরের সিসিটিভি ফুটেজ কী করে এভাবে বাইরে এল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version