ক্ষুদিরাম-প্রফুল্ল চাকিদের নামে বকেয়া লক্ষাধিক টাকার বিল!

নোটিসে বলা হয়েছে, আগামী ৪ মার্চের মধ্যে বকেয়া না মেটালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

শহিদদের নামে এবার বিদ্যুতের বিল। হ্যাঁ, এমনই অদ্ভুত ঘটনা ঘটল বিহারে। ভারতের স্বাধীনতা সংগ্রামী শহিদ প্রফুল্ল চাকি (Prafulla Chaki) এবং ক্ষুদিরাম বসুর (Khudiram Bose) নামে বিদ্যুতের বিল পাঠাল উত্তর বিহার (North Bihar) বিদ্যুৎ পর্ষদ। আর বিপ্লবীদের সশরীরে দেখা না পেয়ে মুজাফফরপুরে (Muzaffarpur) তাঁদের বেদিতে সেই বিল আটকে দেওয়া হয়েছে বলে খবর। ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। কীভাবে শহিদদের নামে বিদ্যুতের বিল এল তার কোনও সঠিক উত্তর দিতে পারেনি বিদ্যুৎ পর্ষদের আধিকারিকরা।

জানা গিয়েছে, বুধবারই উত্তর বিহার বিদ্যুৎ পর্ষদ এই বিল পাঠায়। আর বকেয়া বিলের পরিমাণ দেখে রীতিমতো চোখ কপালে ওঠার মতো। বিলে টাকার অঙ্কের পরিমাণ ১ লক্ষ ৩৬ হাজার ৯৪৩ টাকা। নোটিসে বলা হয়েছে, আগামী ৪ মার্চের মধ্যে বকেয়া না মেটালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। কিন্তু দুজন মৃত মানুষের নামে বিদ্যুতের বিল কীভাবে এল? পাটনার (Patna) ওই বিদ্যুৎ দফতরের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁদের কোনো ভুল হয়নি। বিদ্যুতের বিল বকেয়া রয়েছে দুই শহিদের স্মৃতিস্তম্ভের।

জানা গিয়েছে, ওই দুই বেদিতে সারারাত আলো জ্বলে। আর তা দেখভালের দায়িত্বে থাকেন একটি বেসরকারি সংস্থা। ওই বেসরকারি সংস্থাই দীর্ঘদিন হয়ে গেলেও কোনও বিল মেটায়নি। তাহলে সংস্থার নামে বিল না পাঠিয়ে বিপ্লবীদের নামে বিল পাঠানো কি নিহাতই মজা নাকি বিষয়টিকে নেট দুনিয়ায় ভাইরাল করে বিল আদায়ের কোনও বড় ফন্দি? সে উত্তর অবশ্য পর্ষদের তরফে পাওয়া যায়নি।