Tuesday, August 12, 2025

তছরুপের দায়ে জেলে রয়েছেন অভি*যুক্ত, কিন্তু পরিপাটি জীবনযাত্রার বিলাসিতা রয়ে গেছে সেই আগের মতোই। আশি হাজার টাকা জিন্স আর দেড় লক্ষ টাকার চপ্পল পরে জেলেই ভাইরাল সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar)। দেশের অন্যতম ‘সেলিব্রেটি কনম্যান’ আপাতত শ্রীঘরে। দেশের এক নামী ব্যবসায়িক সংস্থার মালিক ও তাঁর স্ত্রীয়ের কাছ থেকে ২১৭ কোটি টাকা তোলা আদায়ের অভিযোগ রয়েছে এই সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) বিরুদ্ধে। তিনি আপাতত মান্ডোলি জেলে (Mandoli Jail) রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাই*রাল সেই জেলের সিসিটিভি ফুটেজ। আর তাতেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

 

নিজের বিলাসবহুল জীবনযাত্রার খরচ তোলার জন্য নামী ব্যবসায়ীর কাছ থেকে দফায় দফায় টাকা নিতেন সুকেশ বলে অভিযোগ। পাশাপাশি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) সঙ্গেও তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি, ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-র দিন সাংবাদিকদের মাধ্যমে জ্যাকলিনকে প্রেম দিবসের শুভেচ্ছাও জানিয়েছিলেন সুকেশ।সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকেও একাধিকবার তলব করেছেন তদন্তকারী অফিসারেরা। এই প্রসঙ্গে জ্যাকলিন ও তাঁর পরিবারের সদস্যদের বহু নামী দামি উপহার সুকেশ দিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে। সেই অভিযোগ তোকে আশি হাজার টাকা জিন্স আর দেড় লক্ষ টাকার চপ্পল পরে জেলের ভেতরে দেখে অবাক হয়েছেন প্রত্যেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে , সুকেশের জেলের সেল-এর ভিতরে তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছেন জেলের আধিকারিকেরা। আর সেই সেল-এরই এক কোণে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন সুকেশ। জেলের ভেতরে এইরকম এলাহি ব্যবস্থার কথা কল্পনাও করতে পারছেন না নেটাগরিকরা। যদিও জেলের ভেতরের সিসিটিভি ফুটেজ কী করে এভাবে বাইরে এল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

Related articles

মোদির ভুল নীতির মাশুল! ১৩ হাজার কোটি ক্ষতির মুখে গোটা দেশ

বছরের পর বছর ধরে ট্রাম্পকে বন্ধু দাবি করে সেই বিরাট ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র...

SIR-র বিরুদ্ধে প্রতিবাদ, হাইকোর্টের সামনেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা মহিলার! 

ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ কেন? মঙ্গলের সকালে হাইকোর্ট (Calcutta High Court) চত্বরেই এসআইআরের (SIR) প্রতিবাদে...

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...

শ্রাবনের শেষ লগ্নে বিদায়ী বর্ষার দাপট! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শ্রাবণ। কিন্তু বৃষ্টির (Rain) ইনিংস থামার কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং রয়েছে বিদায়ী বর্ষায়...
Exit mobile version