Saturday, May 3, 2025

ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবস্থা জারি তিরুবনন্তপুরম বিমানবন্দরে!

Date:

ফের সংবাদ শিরোনামে এয়ার ইন্ডিয়ার বিমান। শুক্রবার কালিকট (Kalikot) থেকে সৌদি আরবের দাম্মামগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে ঘিরে আতঙ্কের সৃষ্টি হয়। জানা গিয়েছে, বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যে বিমানটির হাইড্রোলিক ত্রুটি দেখা যায়। এরপরই জরুরি অবতরণের জন্য তিরুবনন্তপুরম বিমাবন্দরে (Thiruvananthapuram) জরুরি অবস্থা ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ। যদিও পরে বিমানটি নিরাপদে অবতরণ করে বলে খবর। এদিন বিমানে প্রায় ১৮২ জন যাত্রী ছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে এয়ার ইন্ডিয়ার কালিকট-দাম্মামগামী IX 385 বিমানটি কালিকট বিমানবন্দর থেকে থেকে রওনা দেয়। কিন্তু বিমানটি ওড়ার সময় রানওয়েতে আঘাত করে। এরপরই যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরেই বিমানটিকে তিরুবনন্তপুরম আন্ত্রর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরনের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ তিরুবনন্তপুর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমানটি। দুর্ঘটনার জেরে বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয় বলে বিমাবন্দর সূত্রে খবর।

তবে বিমানটিতে ঠিক কী সমস্যা হয়েছিল, কেন সেটি আঘাতপ্রাপ্ত হয়েছিল তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। অনেক সময় টেক অফের জন্য নির্ধারিত স্পিড না নিয়েই যদি টেক অফ করার চেষ্টা করা হয় তবে তাতে এই ধরনের সমস্যা হতে পারে। তবে বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Related articles

দেশ-বিদেশ মিলছে এক সুরে! ভক্তি-ভিড়ের স্রোত দিঘার জগন্নাথ ধামে

সমুদ্রের গর্জন আর ভক্তির সুরে মিশে এক নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠেছে দিঘার জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের...

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...
Exit mobile version