Wednesday, August 13, 2025

বর্তমানে গোটা বিশ্ব খাদ্যসংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। আর এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে হু হু করে দাম বাড়ছে পেঁয়াজের (Onion)। আর আচমকা এমন মূল্যবৃদ্ধির ফলে পেঁয়াজের ব্যবহারে রাশ টানতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে সবজি রফতানি বন্ধের পথেই হাঁটতে শুরু করেছে। তবে অন্যদিকে দেখা যাচ্ছে এক ভয়ঙ্কর ছবি। শীতকালে অতি ফলনের জেরে চাষ করেও বিভিন্ন শাক সব্জির প্রত্যাশিত দাম পাননি কৃষকরা। আর সেকারণেই চরম দুর্দশার সম্মুখীন মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিরা। মহারাষ্ট্রের কোলাপুরে একটি ঘটনা প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, সম্প্রতি মহারাষ্ট্রের (Maharshtra) সোলাপুর জেলার বোরগাঁওয়ের বাসিন্দা রাজেন্দ্র তুকারাম চৌহান নামে এক কৃষক সম্প্রতি ৫১২ কেজি পেঁয়াজ বিক্রি করতে ৭০ কিলোমিটার দূরে একটি মান্ডিতে গিয়েছিলেন ৷ সেখানে প্রতি কেজি পেঁয়াজ মাত্র এক টাকা করে বিক্রি করতে হয় তাঁকে। কিন্তু শেষ পর্যন্ত সব কাঁটছাঁট করে ওই কৃষকের প্রাপ্য দাঁড়ায় মাত্র ২ টাকা ৪৯ পয়সা! শুধু তাই নয়, ওই যৎসামান্য টাকার জন্য কৃষককে পোস্ট ডেটেড চেক দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু যেহেতু ব্যাঙ্ক থেকে ৪৯ পয়সা দেওয়া সম্ভব নয়, তাই ওই কৃষক শেষমেশ ২ টাকার চেক পান। যে টাকা তিনি ১৫ দিন পর ব্যাঙ্ক থেকে চেক ভাঙিয়ে তুলতে পারবেন বলে খবর।

তবে ওই কৃষকের কথায়, গত বছরও পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ২০ টাকা৷ এ বছর ৫০০ কেজি পেঁয়াজ ফলাতেই খরচ হয়েছে ৪০ হাজার টাকা৷ আর সেখানে তিনি হাতে পাচ্ছেন মাত্র ২ টাকা। ফলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক৷ ব্যবসায়ীর দাবি, তিনি নাকি খারাপ পেঁয়াজ এনেছেন বলেই তাঁকে কম দাম দেওয়া হয়েছে। তবে চলতি বছর যেহেতু পেঁয়াজের খুব ভাল ফলন হয়েছে, তাই গতবারের তুলনায় পেঁয়াজের পাইকারি দাম প্রায় সত্তর শতাংশ কমে গিয়েছে বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী।

 

 

 

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version