Tuesday, November 11, 2025

প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে পড়া ‘রহস্যময়ী’ হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নিজস্বী সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। বিষয়টি নিয়ে মোটেই বিচলিত নন মদন। বরং নিজস্ব ভঙ্গিতে তিনি বলেছেন, তাঁর সঙ্গে রোজ বহু নারী ছবি তোলেন, নিজস্বী তোলার আবদার করেন। তিনি সেই আবদার রাখেন এবং অনেকে আবার সেই ছবি বাড়িতে বাঁধিয়ে রাখেন। যেমন বাঁধিয়ে রাখা হয় রবীন্দ্রনাথের ছবি।

যিনি হৈমন্তীর নাম সামনে আনলেন সেই কুন্তল ঘোষ কে চেনেন না বলে দাবি মদনের। এমনকী, তাপস মন্ডল ও গোপাল দলপতিকেও চেনেন না বলে স্পষ্ট জানিয়েছেন মদন। তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। জানিয়েছেন নিচুতলার নেতাদের সঙ্গে তার সেভাবে পরিচয় নেই।

তৃণমূল নেতার মন্তব্য, ‘‘ছবিটা যে আমার, তা তো পরিষ্কার ভাবেই দেখা যাচ্ছে। আমি কলেজ জীবন থেকেই দেখেছি আমার ছবি বেরোলে এমনিই ভাইরাল হয়। যেমন উত্তমকুমারের ছবি স্টুডিয়োয় ঝোলানো থাকে। তেমনই আমার সঙ্গে ছবি তুললেই তা ভাইরাল হয়। মেয়েদের একটু ফর্সা দেখতে হলেই আমার সকলকে একই রকম লাগে। আলাদা করে বুঝতে পারি না।

কামারহাটির বিধায়ক বলেছেন, হৈমন্তীর সঙ্গে এই ভাবে ছবিটা তোলা না হলে নাকি তা ‘রোমান্টিক’ হয় না! আর সেই কারণেই মেয়েরা তাঁর সঙ্গে এই ভাবে ছবি তোলে। তার যুক্তি, ‘‘আমার যে ইনস্টাগ্রাম ৭৮ শতাংশ মহিলা ফলোয়ার। তার মধ্যে ৬৯ শতাংশের বয়স ১৮ থেকে ২৫। এরাই আমাকে ভোট দিয়ে জেতায়। এরাই সব সময় আমাকে খোঁজে। আমার সঙ্গে ছবি তুলতে চায়।’’ মদন বলেন, আমি হুগলি জেলার তপন দাশগুপ্ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিনি। খুব একটা নিচু লেভেলের নেতাদের চিনি না।

আরও পড়ুন- বন্ধ থাকা ৪০টি রুটে ফের বাস চালাতে উদ্যোগী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা

Related articles

দেশে বিস্ফোরণ, বিদেশে ‘ফটোশুটে’ প্রধানমন্ত্রী! তোপ তৃণমূলের

পহেলগামে নিরীহ পর্যটকদের একেবারে টার্গেট করে হত্যা করল সন্ত্রাসবাদীরা। সোমবারের দিল্লির বিস্ফোরণেও আগে থেকে সতর্কবার্তা ছিল দিল্লিসহ (Delhi)...

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...
Exit mobile version