Friday, November 7, 2025

ঘন কুয়াশায় বিপত্তি! কুলপিতে হুগলি নদীতে ডুবছে বাংলাদেশী বার্জ

Date:

ঘন কুয়াশার জেরে চরায় ধাক্কা লেগে ডুবছে একটি বাংলাদেশী (Bangladesh) বার্জ। শনিবার, সকালে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি (Kulpi) থানার নিশ্চিন্তপুর পয়লানম্বর ঘাটের কাছে হুগলি নদীতে। ওই বার্জে থাকা ৯ বাংলাদেশী ও এক ভারতীয় নাবিক-সহ ১০ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার নাবিকদের সেফ হোমে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষকে।

হলদিয়া থেকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী হোভারক্রাফট আসে। এমভি রাফসান হাবিব থ্রি নামের এই বার্জটি কলকাতার খিদিরপুর থেকে ছাই বোঝাই করে বাংলাদেশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। ঘন কুয়াশার জেরে দুটি বার্জ মুখোমুখি চলে আসে। তখন নদীর চরায় ধাক্কা মারে বার্জটি। ধাক্কার জেরে বার্জের পাটাতন ফুটো হয়ে যায় বলে অনুমান। এরপর ডুবতে থাকে বার্জটি। চড়ায় ধাক্কা মারার সময় নদীতে কয়েকটি মৎস্যজীবী নৌকা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতি হয়েছে জালের। স্থানীয় মৎস্যজীবীরাই বাংলাদেশী নাবিকদের উদ্ধারে হাত লাগায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মন্দিরবাজারের এসডিপিও বিশ্বজিৎ নস্কর, কুলপির ওসি বাপী রায় ও বিডিও সৌরভ গুপ্ত। সিভিল ডিফেন্সের কর্মীরা পৌঁছে যান। ইতিমধ্যে আশি শতাংশ ডুবে গিয়েছে বার্জটি। বার্জটিতে ছাই থাকায় নদীতে দূষণের আশঙ্কা করছেন স্থানীয় মৎস্যজীবীরা।

বিকেল থেকে বার্জের ছাই তুলে ফেলার কাজ শুরু হয়েছে। কুলপির বিডিও সৌরভ গুপ্ত বলেন, খবর পাওয়ার পর সিভিল ডিফেন্স, পুলিশ যৌথ উদ্ধারকাজ শুরু করেছে। ১০ নাবিককে নিরাপদে তুলে আনা হয়েছে। কুলপির কর্মতীর্থে রাখা হয়েছে। আইনমাফিক জেলা প্রশাসন রাজ্য স্বরাষ্ট্র দফতরের নজরে এনেছে বিষয়টি। ডুবন্ত বার্জ থেকে ছাই সরানোর কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন- মদ-মাদক সেবনে নিষেধাজ্ঞা সদস্যদের, কংগ্রেসের প্লেনারি অধিবেশনে কড়া পদক্ষেপ

 

 

Related articles

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...
Exit mobile version