এবার থেকে রাস্তায় যত্রতত্র জঞ্জাল (Garbage) ছুঁড়ে ফেলার দিন শেষ। আর যদি কোনও কারণে তার অন্যথা হয় সেক্ষেত্রে বাড়ানো হল জরিমানার অঙ্ক (Fine)। ৫০ টাকা থেকে জরিমানার অঙ্ক বেড়ে দাঁড়াল ৫ হাজার টাকা। শনিবার কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মাসিক অধিবেশনে এমনই মন্তব্য করলেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)।
এদিন ফিরহাদ হাকিম বলেন, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আগেই যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু অনেকেই তা ঠিকমতো মানছেন না। তাই এই জরিমানার অঙ্ক আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়র আরও জানিয়েছেন, কলকাতা পুর এলাকায় এক থেকে একশো ওয়ার্ডে ফেরুল সাফ করার জন্য পুরসভা কোনও টাকা নেয় না। কিন্তু বাকি ৪৪টা ওয়ার্ডে পুরসভাকে চার্জ দিতে হয়। এই পৃথক আইনকেও তুলে দেওয়া হবে অর্থাৎ পুরসভায় একই নিয়ম কার্যকর থাকবে।