Tuesday, December 16, 2025

মার্কশিট দিতে দেরি! কলেজ অধ্যক্ষার গায়ে পেট্রোল ঢেলে আগুন, মৃত্যু শিক্ষিকার

Date:

পরীক্ষার মার্কশিট দিতে দেরি করছিল কলেজ কর্তৃপক্ষ। যার জেরেই কলেজের অধ্যক্ষার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় ওই কলেজের প্রাক্তন ছাত্র আশুতোষ শ্রীবাস্তব(২৪)(Ashutosh Sribastab)। গত সোমবার এই ঘটনা ঘটে মধ্যপ্রদেশের(MadhyaPradesh) ইন্দোরের সিমরোলে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও, শরীরের ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় শনিবার ভোরে মৃত্যু হল অধ্যক্ষা বিমুক্তা শর্মার(Bimukta Sharma)। ভয়াবহ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, বিএম ফার্মেসি কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন আশুতোষ। পরীক্ষার মার্কশিট দিতে দেরি হয়ার কারণে রাগের মাথায় অধ্যক্ষাকে পুড়িয়ে মারে বলে নিজেই স্বীকার করেছে আশুতোষ। জানা গিয়েছে, ঘটনার দিন কলেজ থেকে বেরিয়ে বাড়ি যাবেন নিজের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন বিমুক্তা। সেই মুহূর্তে আশুতোষ অধ্যক্ষার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। বিষয়টি কলেজের অন্যান্য সহকর্মীদের নজরে পড়ায় তাঁরা সঙ্গে সঙ্গে বিমুক্তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। অত্যন্ত আসঙ্কাজনক অবস্থায় ছিলেন বিমুক্তা। তাঁর শরীরের ৯০ শতাংশ অংশই পুড়ে গিয়েছিল। এই অবস্থায় মৃত্যুর সঙ্গে আর লড়াই করতে পারলেন না শিক্ষিকা। শনিবার ভোর ৪ টে নাগাদ মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও বিমুক্তাকে ভয় দেখিয়ে মেসেজ করত আশুতোষ। যার জেরে মাস কয়েক আগে তাঁকে আটকও করা হয়। পরে অবশ্য জামিনে মুক্তিও পায় সে। এরপরই বিমুক্তা খুন করার পরিকল্পনা করে আশুতোষ। সেই মতো সোমবার অধ্যাক্ষার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরায় অভিযুক্ত। এই ঘটনার পর বৃহস্পতিবার পুলিশ হেফাজতে নেওয়া হয় আশুতোষকে। শুক্রবার আশুতোষকে আদালতে পেশ করলে ১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...

সম্পর্কের টানাপোড়েন! বান্ধবীকে কোপানোর পর চারতলা থেকে ঝাঁপ যুবকের

বান্ধবীকে খুন করে নিজেও চারতলা থেকে ঝাঁপ (Love Tringle)। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা...

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...
Exit mobile version