Sunday, November 9, 2025

সপ্তাহের শেষ দিনে শহর কলকাতার (Kolkata) একই পরিবারের ৩ সদস্যের রহস্যমৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে কলকাতার রিজেন্ট পার্ক (Regent Park) এলাকায়। রবিবার বাড়ি থেকে বাবা, মা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তবে কীভাবে একই পরিবারের ৩ সদস্যের মৃত্যু হল তা তদন্ত করে দেখছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত গৃহকর্তা একজন ব্যবসায়ী এবং তাঁর মেয়ে আইনের ছাত্রী। ব্যবসায় বিপুল লোকসানের কারণেই আত্মঘাতী (Suicide) হয়েছে গোটা পরিবার। দেহগুলি উদ্ধারের সময় তাতে পচন ধরে গিয়েছিল বলেই জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে (Post Mortem) পাঠানো হয়েছে।

অন্যদিকে, রবিবারই চারু মার্কেট (Charu Market) থানা এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। টালিগঞ্জ রোডে খালের ধার থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। তবে ঠিক কীভাবে ওই যুবকের মৃত্যু হল তা নিয়ে তদন্তে নেমেছে চারু মার্কেট থানা। এদিকে মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে যুবকের শরীরের কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মৃতদেহের পাশে মাদকের প্যাকেট মিলেছে বলেই জানিয়েছে পুলিশ। মৃত যুবক মাদকাসক্ত ছিলেন কিনা তা জানার চেষ্টা হচ্ছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পাশাপাশি পঞ্চসায়র থানা এলাকার নয়াবাদে (Nayabad) অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর রহস্যমৃত্য়ু। আবাসনের ছাদ থেকেই উদ্ধার হয়েছে পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, ৬৭ বছরের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর নাম বিজয় মণ্ডল। শনিবার রাত আড়াইটে নাগাদ নয়াবাদের আবাসনের ছাদে প্রতিবেশীরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পঞ্চসায়র থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তবে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কী না তা খতিয়ে দেখছে পঞ্চসায়র থানার পুলিশ।

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version