Monday, August 25, 2025

হোলিতে (Bollywood) বলিউডে রমকমের রং। মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর (Ranbir Kapoor),শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) অভিনীত লাভ রঞ্জন (Luv Ranjan) পরিচালিত নতুন হিন্দি ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’ (Tu Jhoothi Main Makkaar)। তারই প্রোমোশনে রবিবাসরীয় বিকেলে শহরে এলেন ঋষি-পুত্র। ক্যাসানোভা চরিত্রে অনেকদিন পর বলিউডের অন্যতম চকোলেট বয়। ট্রেলারেই নজর কেড়েছেন, এবার শহরের বুকে আসতে না আসতেই রং ছড়ালেন রণবীর (Ranbir Kapoor)। আলুপোস্ত আর সরষে ইলিশ দিয়ে লাঞ্চ সেরে একেবারে খাঁটি বাঙালি স্টাইলে কথোপকথন শুরু করলেন তিনি ,ফাঁস করলেন দাম্পত্যের গোপন কথাও।

৮ মার্চ মুক্তি পেতে চলেছে ‘তু ঝুটি ম্যায় মক্কার'(Tu Jhoothi Main Makkaar)। ‘শামশেরা’ এবং ‘ব্রহ্মাস্ত্র’র পর এবার ‘কুল বয়’ ইমেজে ফিরেছেন রণবীর। ছবির গল্প অনেকটাই পরিষ্কার হয়েছে দর্শকের কাছে, তবে আর কে (RK)ম্যাজিক স্ক্রিনে দেখার উৎসাহ বেড়েই চলেছে। কলকাতায় ছবির প্রচারে এসে একেবারে ঘরের ছেলে হয়ে উঠলেন অভিনেতা। TJMM নিয়ে কথা শুরু হলেও প্রশ্ন এল মহারাজের বায়োপিক নিয়ে। রণবীর জানান, তিনি আপাতত এই ধরণের কোনও প্রজেক্টে কাজ করছেন না। গত এক মাসে বলিউড বনাম টলিউড দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, আর তা নিয়ে জলঘোলাও কম হয় নি। এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আর কে (RK) বলেন , বিনোদন আর ব্যবসা শেষ কথা বলে। ‘ বয়কট ট্রেন্ড’ তিনি বিশ্বাস করেন না। ট্রোলড হওয়া নিয়েও মজা করেন অভিনেতা। আলিয়াকে (Alia Bhatt) কীভাবে ট্রোল করেন এদিন সেই রহস্য ফাঁস করলেন নীতু-পুত্র। সিনেমার প্রচারে এসে ব্যক্তিগত অনুভূতি নিয়ে অকপট রণবীর। কলকাতার ভূয়সী প্রশংসা করে সকলকে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ দেখার অনুরোধ করলেন তিনি।

‘রাহা’ জীবনে আসার পর সবটা বদলে গেছে, রবিবার এমন কথাই বললেন রণবীর। পাশাপাশি আলিয়াকে নিয়ে মজার ছলে ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও শেয়ার করলেন। সিনেমা মানেই সেখান থেকে শেখার যাত্রা শুরু, তাই আগামীতে আরও অনেক ভাল ছবি করার প্রতিশ্রুতি দিলেন। আপাতত কিশোর কুমারের বায়োপিক নিয়ে ব্যস্ত তিনি। হাসিমুখে মিষ্টি আলাপচারিতার পর আবদার মেনে সেলফি তুললেন। এরপরই রওনা দিলেন ইডেনের উদ্দেশ্যে। এবার লড়াই ‘দাদা’র সঙ্গে।

 

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...
Exit mobile version