Saturday, November 8, 2025

ত্রিকোণ প্রেমের জের, প্রেমিকার প্রাক্তন বয়ফ্রেন্ডের নৃ*শংস পরিণতি!

Date:

প্রেমিকার প্রাক্তন বয়ফ্রেন্ড তার নিজের বন্ধু। সেই যুবককে নৃশংস ভাবে খুন করল ২২ বছরের এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের প্রেমিকাকে নিয়মিত ফোন ও মেসেজ করত সেই বন্ধু। প্রেমিকার প্রাক্তন বয়ফ্রেন্ডকে শুধুমাত্র খুন করেই থেমে যায়নি ওই যুবক। নৃশংসভাবে শরীর থেকে মাথা আলাদা করে ফেলে অভিযুক্ত। গোপনাঙ্গ, আঙুল কেটে দেহ ফেলে দিয়ে আসে অন্যত্র। পরে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। হায়দরাবাদের এমন ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।

অভিযুক্তের বয়ানের ভিত্তিতে তদন্ত চালায় পুলিশ। উদ্ধার হয় যুবকের মৃতদেহ।পুলিশের দাবি, নবীন নামের মৃত যুবক ও অভিযুক্ত হরিহর কৃষ্ণ দিলসুখনগরে একই কলেজে পড়তেন। তরুণীও ওই কলেজে পড়তেন।তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নবীন এবং হরিহর দুই বন্ধুই ওই তরুণীর প্রেমে পড়েন। নবীনের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও পরে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এরপরই নবীনের বন্ধু হরিহরের সঙ্গে প্রেম করতে শুরু করেন তিনি।বিচ্ছেদ হয়ে গেলেও নবীন ভুলতে পারেননি প্রাক্তন প্রেমিকাকে। তাই বারবার প্রাক্তন প্রেমিকাকে মেসেজ করতেন। এতেই বন্ধুর উপর রেগে আগুন হয় হরিহরকৃষ্ণ।

জানা গিয়েছে,গত তিন মাস ধরেই পথের কাঁটা নবীনকে সরানোর ছক কষছিল হরিহর। তার ডাকে সাড়া দিয়ে গত ১৭ ফেব্রুয়ারি, হায়দরাবাদের বাইরে আবদুল্লানগরে দেখা করে নবীন ও হরিহর। দুজনে একসঙ্গে বসে মদ্যপান করে। এরপর নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়।অভিযোগ, সেখানেই শ্বাসরোধ করে নবীনকে খুন করে হরিহর।

এরপর যে কাণ্ড ঘটায় অভিযুক্ত যুবক তা জেনে শিউড়ে উঠেছেন সবাই।রাগে হাত দিয়েই গোপনাঙ্গ ও হৃদপিণ্ড খুবলে নেয় হরিহর। আঙুল কেটে সেই মৃতদেহের ছবি গার্লফ্রেন্ডকে হোয়াটসঅ্যাপে পাঠায় হরিহর। পুলিশের দাবি, মেয়েটি প্রথমে প্র্যাঙ্ক করা হয়েছে বলে ভেবেছিল। পরে নবীনের অন্য বন্ধুরা তাকে ফোনে না পেয়ে হরিহরকে ফোন করে। নবীনের খোঁজে পরিবারের দ্বারস্থ হয় তারা। পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।। পরে হরিহর আত্মসমর্পণ করে এবং গোটা ঘটনা জানায়।

 

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version