Tuesday, August 26, 2025

ত্রিকোণ প্রেমের জের, প্রেমিকার প্রাক্তন বয়ফ্রেন্ডের নৃ*শংস পরিণতি!

Date:

প্রেমিকার প্রাক্তন বয়ফ্রেন্ড তার নিজের বন্ধু। সেই যুবককে নৃশংস ভাবে খুন করল ২২ বছরের এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের প্রেমিকাকে নিয়মিত ফোন ও মেসেজ করত সেই বন্ধু। প্রেমিকার প্রাক্তন বয়ফ্রেন্ডকে শুধুমাত্র খুন করেই থেমে যায়নি ওই যুবক। নৃশংসভাবে শরীর থেকে মাথা আলাদা করে ফেলে অভিযুক্ত। গোপনাঙ্গ, আঙুল কেটে দেহ ফেলে দিয়ে আসে অন্যত্র। পরে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। হায়দরাবাদের এমন ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।

অভিযুক্তের বয়ানের ভিত্তিতে তদন্ত চালায় পুলিশ। উদ্ধার হয় যুবকের মৃতদেহ।পুলিশের দাবি, নবীন নামের মৃত যুবক ও অভিযুক্ত হরিহর কৃষ্ণ দিলসুখনগরে একই কলেজে পড়তেন। তরুণীও ওই কলেজে পড়তেন।তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নবীন এবং হরিহর দুই বন্ধুই ওই তরুণীর প্রেমে পড়েন। নবীনের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও পরে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এরপরই নবীনের বন্ধু হরিহরের সঙ্গে প্রেম করতে শুরু করেন তিনি।বিচ্ছেদ হয়ে গেলেও নবীন ভুলতে পারেননি প্রাক্তন প্রেমিকাকে। তাই বারবার প্রাক্তন প্রেমিকাকে মেসেজ করতেন। এতেই বন্ধুর উপর রেগে আগুন হয় হরিহরকৃষ্ণ।

জানা গিয়েছে,গত তিন মাস ধরেই পথের কাঁটা নবীনকে সরানোর ছক কষছিল হরিহর। তার ডাকে সাড়া দিয়ে গত ১৭ ফেব্রুয়ারি, হায়দরাবাদের বাইরে আবদুল্লানগরে দেখা করে নবীন ও হরিহর। দুজনে একসঙ্গে বসে মদ্যপান করে। এরপর নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়।অভিযোগ, সেখানেই শ্বাসরোধ করে নবীনকে খুন করে হরিহর।

এরপর যে কাণ্ড ঘটায় অভিযুক্ত যুবক তা জেনে শিউড়ে উঠেছেন সবাই।রাগে হাত দিয়েই গোপনাঙ্গ ও হৃদপিণ্ড খুবলে নেয় হরিহর। আঙুল কেটে সেই মৃতদেহের ছবি গার্লফ্রেন্ডকে হোয়াটসঅ্যাপে পাঠায় হরিহর। পুলিশের দাবি, মেয়েটি প্রথমে প্র্যাঙ্ক করা হয়েছে বলে ভেবেছিল। পরে নবীনের অন্য বন্ধুরা তাকে ফোনে না পেয়ে হরিহরকে ফোন করে। নবীনের খোঁজে পরিবারের দ্বারস্থ হয় তারা। পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।। পরে হরিহর আত্মসমর্পণ করে এবং গোটা ঘটনা জানায়।

 

Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...
Exit mobile version