Sunday, May 4, 2025

যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বীরভূমের সিউড়ি (Birbhum Suri)। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় তাঁদের। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। তবে পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ বিক্ষোভকারীদের তাড়া দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, বছর সাতাশের ওই যুবকের নাম তন্ময় দাস (Tanmoy Das)। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার (Arrest) করতে পারেনি পুলিশ।

পরিবারের দাবি, লকডাউনের (Lockdown) সময় অনলাইন লটারির (Online Lottery) ব্যবসা শুরু করেছিল ওই যুবক। তাঁর বিরুদ্ধে কলকাতায় অভিযোগ দায়ের হয়। পরে ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেফতারও করা হয়। তন্ময় বীরভূমের সিউড়ির তিন নম্বর ওয়ার্ডের রক্ষাকালীতলার বাসিন্দা। রবিবার সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, তিনি বেঙ্গালুরুতে (Bengaluru) চাকরি করতেন। তবে লকডাউনের সময় চাকরি চলে যায় তন্ময়ের। তারপরই সিউড়িতে চলে আসেন তিনি। এরপর চুটিয়ে লটারি ব্যবসা করতেন ওই যুবক। তবে জানা গিয়েছে, কলকাতার কেউ একজন লটারি সংক্রান্ত মামলা করেন। কিন্তু সেই মামলার এফআইআরে নাম ছিল না তন্ময়ের। আর তখন থেকেই শুরু হয় চরম মানসিক যন্ত্রণা। তার জেরে যুবক আত্মঘাতী হয়েছেন বলেই দাবি পরিবারের।

তবে এদিন যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের কথা শুনেই ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার বিশাল পুলিশবাহিনী। আর পুলিশ অবরোধকারীদের হঠানোর চেষ্টা করলে অবরোধকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপরই পুলিশকে আক্রমণের পাশাপাশি তাঁদের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি হয় বলে অভিযোগ। এরপর সিউড়ি থানার (Suri Police Station) পুলিশ বাধ্য হয়ে বিক্ষোভকারীদের হঠাতে লাঠি উঁচিয়ে ধেয়ে যায়। তবে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিষয়টি সামাল দিতে আসরে নামতে হয় সিউড়ি পুরসভার উপ পুরপ্রধান বিদ্যাসাগর সাউকে (Vidyasagar Shaw)। তিনি বিক্ষোভকারীদের প্রশমিত করতে আসরে নামেন। তাঁকে লক্ষ্য করেও ঢিল ছোঁড়া হয় বলে অভিযোগ। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

 

 

Related articles

মোদির অচ্ছে দিন! মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে মুখ পুড়ছে ভারতের

মোদির(Narendra Modi) আচ্ছে দিনে বিশ্বমঞ্চে চরম লজ্জার সম্মুখীন ভারত(India)। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের আন্তর্জাতিক মান পতনের মুখে...

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...
Exit mobile version