বিজেপিকে (BJP) হারাতে গেলে কংগ্রেসকে (Congress) তার আদর্শ সম্পর্কে আরও স্পষ্ট হতে হবে। সম্প্রতি এমনই মন্তব্য করে ফের দলের অস্বস্তি বাড়ালেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Sashi Tharoor)। তিনি সাফ জানান, গোরক্ষার নামে হত্যা, বুলডোজার অভিযান এবং বিলকিস বানো মামলার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কংগ্রেসের সোচ্চার হওয়া উচিত ছিল।
উল্লেখ্য, ছত্তিশগড়ের রায়পুরে দলের ৮৫ তম পূর্ণাঙ্গ অধিবেশনে (Plenary Session) যোগ দিতে গেয়ে এমন মন্তব্য করেন শশী। কংগ্রেস সাংসদ বলেন, আমরা বিলকিস বানো ইস্যু, খ্রিস্টান গির্জায় হামলা, গোরক্ষার নামে হত্যা, বুলডোজার দিয়ে মুসলমানদের বাড়িঘর ধ্বংস এবং অন্যান্য বিষয়গুলি নিয়ে আরও সোচ্চার হতে পারতাম। বহু ভারতীয় নাগরিক এই বিষয়টিকে সমর্থনের জন্য কংগ্রেসের দিকে তাকিয়ে থাকে। তিনি বলেন, যতদিন কংগ্রেস ভালো লড়াই করবে ততক্ষণ ভারতের ভবিষ্যত উজ্জ্বল থাকবে। মানুষ দলের পাশে থাকবে।