Tuesday, May 20, 2025

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দিনহাটায়৷এই হামলার ঘটনায়  বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গোষ্ঠীকোন্দলের এই ঘটনা ধামাচাপা দিতে বিজেপি হাই কোর্টে মামলা করার অনুমতি চেয়ে আবেদন করে।বিজেপিকে মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।

ঘটনার সূত্রপাত গত শনিবার। কোচবিহারের দিনহাটায় নিশীথের কনভয়ে বোমা, গুলি এবং পাথর ছুড়ে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ এর পরেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়  রাজ্য বিজেপি৷  হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিল গেরুয়া শিবির। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দেন। বিজেপির তরফে মামলা দায়ের করা হলে, চলতি সপ্তাহেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা ।

উল্লেখ্য, শনিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দিনহাটায় গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখানেই বিভিন্ন এলাকায় ঘুরে বিজেপি সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বুড়িরহাট এলাকায় তাঁর কনভয় পৌঁছালে সেখানে উপস্থিত কিছু মানুষ তাঁকে কালো পতাকা দেখান। এর জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় লক্ষ্য করে ঢিল ছোড়ে দুষ্কৃতীরা। তাঁর গাড়ির কাচ ভেঙে যায়৷ নিরাপত্তারক্ষীরা কোনও ভাবে নিশীথকে সেখান থেকে বের করে নিয়ে যান। বড়সড় অশান্তি এড়াতে এলাকায়  বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেল৷ নিশীথকাণ্ডে সরব হয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

 

 

 

 

 

Related articles

বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে সক্রিয় টাস্ক ফোর্স, অভিযান মানিকতলা ও বাগমারী বাজারে 

মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার বিভিন্ন বাজারে লাগাতার পরিদর্শন চালাচ্ছে রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স। মাছ, সবজি, ডিম, মসলা ও...

আর জি কর-কাণ্ডে নয়া মোড়! ফের অভয়ার DNA রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

আর জি কর মামলায় (R G Kar Case) অভয়ার পরিবারের দেওয়া ডিএনএ রিপোর্ট (DNA Report) ঘিরে ফের চাঞ্চল্য...

জল বাড়ল আত্রেয়ীর, বাঁধ ভেঙে বিপত্তিতে সুকান্তর বক্তব্যের পাল্টা শশী

কয়েকদিনের ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের প্রায় সব নদীতে জল বেড়েছে। আত্রেয়ী নদীর (Atrayee river) জল বেড়ে সোমবার রাতে বালুরঘাটে...

ওয়াকফ আইন সংবিধান বিরোধী তথ্য দাবি সুপ্রিম কোর্টের, কেন্দ্রের মিথ্য়াচার ফাঁস আইনজীবীদের

ওয়াকফ আইনকে বাতিল করতে গেলে এতে সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে, এই সংক্রান্ত যথেষ্ট প্রমাণ প্রয়োজন। সুপ্রিম কোর্টে ওয়াকফ...
Exit mobile version