Wednesday, November 12, 2025

বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে সক্রিয় টাস্ক ফোর্স, অভিযান মানিকতলা ও বাগমারী বাজারে 

Date:

মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার বিভিন্ন বাজারে লাগাতার পরিদর্শন চালাচ্ছে রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স। মাছ, সবজি, ডিম, মসলা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামের উপর নজরদারির লক্ষ্যে মঙ্গলবার মানিকতলা ও বাগমারী বাজারে যৌথ অভিযান চালান টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।

পরিদর্শনের সময় ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে পণ্যের দাম ও ওজন নিয়ে আলোচনা করেন আধিকারিকরা। টাস্ক ফোর্সের সদস্যদের পর্যবেক্ষণ অনুযায়ী, পরিদর্শনের সময়ে বিক্রেতারা নির্দিষ্ট একদাম বললেও, পরে সেই দাম বেড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এই অনিয়ম রুখতেই প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে।

টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্র নাথ কোলে জানান, আন্তর্জাতিক পরিস্থিতির জেরে বাজারে দাম বাড়লেও রাজ্য সরকার নিশ্চিত করতে চাইছে, মূল্যবৃদ্ধি যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না চলে যায়। সেই কারণেই ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। আর এক সদস্য কমল দে বলেন, “এই অভিযান কোনও বিক্রেতাকে চাপে ফেলার জন্য নয়, বরং বাজারে স্বাভাবিক ও যুক্তিসঙ্গত দাম বজায় রাখার জন্যই এই তৎপরতা।”

মানিকতলা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদক জানান, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও সমিতির যৌথ উদ্যোগে বাজারে নিয়মিত তদারকি হয়। এর ফলে মানিকতলা বাজারে তুলনামূলকভাবে দাম স্থিতিশীল থাকে। এদিন মানিকতলা বাজার পরিদর্শনের পর টাস্ক ফোর্সের দল বাগমারী বাজারেও যান। সেখানেও পণ্যের দাম ও বাজার পরিস্থিতি খতিয়ে দেখা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে বাজার করতে পারেন এবং কেউ যেন অযৌক্তিক মুনাফা না করতে পারেন।

আরও পড়ুন – জল বাড়ল আত্রেয়ীর, বাঁধ ভেঙে বিপত্তিতে সুকান্তর বক্তব্যের পাল্টা শশী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version