Wednesday, May 7, 2025

নজরে মহিলা প্রার্থীরা। নাগাল্যান্ডের বুকে তৈরি হতে পারে ইতিহাস। ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। নাগাল্যান্ডে ভোটের লড়াইয়ে এবার রয়েছেন ১৮৩ জন প্রার্থী। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চার মহিলা প্রার্থী। এই চার প্রার্থীর মধ্যে অন্তত একজন জিতলেই ইতিহাস গড়বে নাগাল্যান্ড। ফলে লড়াইয়ের ময়দানে অনেক হেভিওয়েট প্রার্থী থাকলেও আজ, স্পটলাইটে ওই চার মহিলা প্রার্থী।

আরও পড়ুন:মেঘ রাজ্যে আজ পালাবদলের ভোট! হাড্ডাহাড্ডি লড়াইয়ে NPP- BJP-TMC

উত্তর-পূর্বের এই ছোট্ট পাহাড়ি রাজ্যে সামাজিক ক্ষেত্রে মহিলাদের উল্লেখযোগ্য ভূমিকা থাকলেও রাজনীতিতে
চিরকালই ব্রাত্য মহিলারা। পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার পর নাগাল্যান্ডে ১৪টি বিধানসভা ভোট পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনও মহিলাকে জেতাননি রাজ্যের ভোটাররা।
আবার ২০১৭ সালে স্থানীয় পুর নির্বাচনে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক রাজনৈতিক সংঘর্ষ হয়েছিল। রক্ত ঝড়েছিল। সেই জায়গা থেকে বিধানসভা ভোটে চারজন মহিলা প্রার্থী খুব তাৎপর্যপূর্ণ।

নাগাল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় মুখ্যমন্ত্রী নেইফিউ রিও অবশ্য এবার ভোটারদের কাছে পুরনো ধ্যানধারণা থেকে বেরিয়ে এসে মহিলা প্রার্থীদের জেতানোর আবেদন রেখেছেন। তাঁর দল এনডিপিপি ডিমাপুর-৩ কেন্দ্র থেকে হেকানি জাখালু নামে এক মহিলাকে প্রার্থীও করেছে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা চারজনের মধ্যে হেকানি অন্যতম। বাকি তিন মহিলা প্রার্থীর মধ্যে রয়েছেন তেনিং আসনে কংগ্রেসের রোজি থমসন, পশ্চিম আঙ্গামি আসনে এনডিপিপি’র সালহাউতুওনুও এবং আতোইজু আসনে বিজেপির কাহুলি সেমা। শাসকদল ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (এনডিপিপি) সঙ্গে জোট বেঁধে লড়ছে বিজেপি।
নাগাল্যান্ডে এবার মোট ভোটার ১৩ লক্ষ ১৭ হাজার ৬৩২ জন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৬ লক্ষ ৫৬ হাজার ১৪৩ জন, যা মোট ভোটারের ৪৯.৮ শতাংশ।

 

 

Related articles

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্রথম দশের মেধা তালিকায় রয়েছেন ৭২ জন। যার মধ্যে কলকাতার চারজন পরীক্ষার্থীর নাম রয়েছে। অষ্টম...

মন্ত্রিসভার বৈঠকে মোদি, অপারেশন সিন্দুর পরবর্তীতে বাতিল আধা সেনার ছুটি

রাতে পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলা। মৃত অন্তত ৯০ জঙ্গি। ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়,...

উচ্চমাধ্যমিকে সফল পড়ুয়াদের অভিনন্দন-শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিক পরীক্ষা (H.S. Exam) ২০২৫-এর ফল প্রকাশ। বুধবার ফল ঘোষণার পরেই সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

দেশের ঐক্য রক্ষায় শক্তিশালী আঘাতের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ অভিষেকের, “সরাসরি রোগের বিরুদ্ধে লড়াইয়ের” ডাক

পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উপর ভারতের সামরিক অভিযান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুর-এ নয়টি ঘাঁটিতে আঘাত করা...
Exit mobile version