Monday, August 25, 2025

খারাপ ফর্মের কারণে বেশ সমালোচনার সামনে পড়েন ভারতীয় দলের ওপেনার কে এল রাহুল। দীর্ঘদিন ধরে ব‍্যাটে রান নেই। ধারাবাহিকতার অভাব, এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও রান পাননি রাহুল। এরপরই অজিদের বিরুদ্ধে রাহুলকে তৃতীয় টেস্টে বসিয়ে দেওয়ার কথা ওঠে। আর এবার রাহুলকে নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, জাতীয় দলের হয়ে খেলার যে প্রত্যাশা, তা পূরণ করতে না পারলে সমালোচনা শুনতেই হবে।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “যদি আপনি ভারতের হয়ে রান না করেন, তখন আপনাকে সমালোচনা শুনতেই হবে। কেএল রাহুল একা নন, এর আগে অনেককেই শুনতে হয়েছে।”

কিন্তু এত ব্যর্থতা সত্ত্বেও কেন রাহুলকে রাখা হয়েছে প্রথম একাদশে? এই নিয়েও সৌরভ মুখ খোলেন। মহারাজ বলেন, “খেলোয়াড়দের উপরে চাপের সঙ্গে অনেক বেশি নজরদারি রয়েছে। টিম ম্যানেজমেন্ট মনে করে রাহুল দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দিনের শেষে, কোচ ও অধিনায়ক কি মনে করেন সেটাই গুরুত্বপূর্ণ।”

এদিকে কেএল রাহুলের প্রতিভা ও মান নিয়ে সন্দেহ না থাকলেও পারফরম্যান্সে ধারাবাহিকতা আনতে হবে বলে জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে তিনি বলেন, “উনি পারফর্ম করেছেন, কিন্তু আপনি ভারতের হয়ে খেলা একজন টপ অর্ডার ব্যাটারের থেকে আরও অনেক কিছু আশা করবেন। কারণ প্রত্যাশার জায়গাটা অনেক উঁচুতে রয়েছে।”

আরও পড়ুন:আল নাসেরের হয়ে গোল করছেন, নতুন ক্লাব নিয়ে এবার মুখ খুললেন রোনাল্ডো

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version