Wednesday, August 27, 2025

খারাপ ফর্মের কারণে বেশ সমালোচনার সামনে পড়েন ভারতীয় দলের ওপেনার কে এল রাহুল। দীর্ঘদিন ধরে ব‍্যাটে রান নেই। ধারাবাহিকতার অভাব, এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও রান পাননি রাহুল। এরপরই অজিদের বিরুদ্ধে রাহুলকে তৃতীয় টেস্টে বসিয়ে দেওয়ার কথা ওঠে। আর এবার রাহুলকে নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, জাতীয় দলের হয়ে খেলার যে প্রত্যাশা, তা পূরণ করতে না পারলে সমালোচনা শুনতেই হবে।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “যদি আপনি ভারতের হয়ে রান না করেন, তখন আপনাকে সমালোচনা শুনতেই হবে। কেএল রাহুল একা নন, এর আগে অনেককেই শুনতে হয়েছে।”

কিন্তু এত ব্যর্থতা সত্ত্বেও কেন রাহুলকে রাখা হয়েছে প্রথম একাদশে? এই নিয়েও সৌরভ মুখ খোলেন। মহারাজ বলেন, “খেলোয়াড়দের উপরে চাপের সঙ্গে অনেক বেশি নজরদারি রয়েছে। টিম ম্যানেজমেন্ট মনে করে রাহুল দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দিনের শেষে, কোচ ও অধিনায়ক কি মনে করেন সেটাই গুরুত্বপূর্ণ।”

এদিকে কেএল রাহুলের প্রতিভা ও মান নিয়ে সন্দেহ না থাকলেও পারফরম্যান্সে ধারাবাহিকতা আনতে হবে বলে জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে তিনি বলেন, “উনি পারফর্ম করেছেন, কিন্তু আপনি ভারতের হয়ে খেলা একজন টপ অর্ডার ব্যাটারের থেকে আরও অনেক কিছু আশা করবেন। কারণ প্রত্যাশার জায়গাটা অনেক উঁচুতে রয়েছে।”

আরও পড়ুন:আল নাসেরের হয়ে গোল করছেন, নতুন ক্লাব নিয়ে এবার মুখ খুললেন রোনাল্ডো

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version