Friday, August 29, 2025

সমস্যা থাকলে সেটা অতীত ! এখন নয়া যুগ: ব্রাত্যর সঙ্গে বৈঠকের পরে বার্তা রাজ্যপালের

Date:

উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতার মধ্যেই মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)-সহ রাজ্যের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে রাজভবনে বৈঠক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। ছিলেন শিক্ষা সচিব মনীশ জৈনও। আর তারপরেই সিভি আনন্দ বোস বার্তা দিলেন, রাজ্যপাল সবার। যদি (রাজ্য-রাজ্যপাল) সংঘাত থেকে থাকে তা এখন অতীত পর্ব। এটা নতুন যুগ। শিক্ষাকে সব দ্বন্দ্বের বাইরে রাখতে হবে বলেও জানান সিভি আনন্দ বোস। শিক্ষামন্ত্রী জানান, আইন মেনে এদিন উপস্থিত উপাচার্যদের থেকে ইস্তফা নিয়ে ফের তাঁদের তিন মাসের নিয়োগপত্র দিয়েছেন রাজ্যপাল তথা আচার্য। ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটল।

রাজ্য-রাজভবন ঠাণ্ডা লড়াইয়ে আবহেই এদিন বসে বৈঠক। রাজ্যপালের সঙ্গে শিক্ষামন্ত্রী-সহ উপাচার্যদের এই বৈঠক নির্ধারিতই ছিল। ছিলেন ৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। সেখানেই তাঁদের ৬জনের থেকে ইস্তফা গ্রহণ করেন আচার্য সিভি আনন্দ বোস। পরে তাঁদের হাতে ৩ মাসের মেয়াদ বৃদ্ধির চিঠি দেওয়া হয়। একজনের মেয়াদকাল মার্চে শেষ হচ্ছে বলে তাঁকে কাজ করে যেতে বলা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী জানান, সব আইন মেনেই করা হয়েছে। শিক্ষার উন্নয়নে একসূত্রে কাজ করবে রাজভবন-নবান্ন। সার্চ কমিটি নিয়েও এদিন রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি জানান, তাঁর পরামর্শ মেনে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

রাজ্যপাল জানান, বাংলায় শিক্ষার গৌরব ফিরিয়ে আনতে একযোগে কাজ করতে হবে। রাজ্যের শিক্ষার হাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিভি আনন্দ বোস জানান, সেটা জানাতে আরও কিছুদিন সময় লাগবে। বৈঠক ফলপ্রসূ বলে মন্তব্য করেন উপাচার্যরা। বাংলা শেখে ভালো হচ্ছে বলে মন্তব্য করেন রাজ্যপাল।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version