Monday, November 10, 2025

সমস্যা থাকলে সেটা অতীত ! এখন নয়া যুগ: ব্রাত্যর সঙ্গে বৈঠকের পরে বার্তা রাজ্যপালের

Date:

উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতার মধ্যেই মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)-সহ রাজ্যের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে রাজভবনে বৈঠক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। ছিলেন শিক্ষা সচিব মনীশ জৈনও। আর তারপরেই সিভি আনন্দ বোস বার্তা দিলেন, রাজ্যপাল সবার। যদি (রাজ্য-রাজ্যপাল) সংঘাত থেকে থাকে তা এখন অতীত পর্ব। এটা নতুন যুগ। শিক্ষাকে সব দ্বন্দ্বের বাইরে রাখতে হবে বলেও জানান সিভি আনন্দ বোস। শিক্ষামন্ত্রী জানান, আইন মেনে এদিন উপস্থিত উপাচার্যদের থেকে ইস্তফা নিয়ে ফের তাঁদের তিন মাসের নিয়োগপত্র দিয়েছেন রাজ্যপাল তথা আচার্য। ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটল।

রাজ্য-রাজভবন ঠাণ্ডা লড়াইয়ে আবহেই এদিন বসে বৈঠক। রাজ্যপালের সঙ্গে শিক্ষামন্ত্রী-সহ উপাচার্যদের এই বৈঠক নির্ধারিতই ছিল। ছিলেন ৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। সেখানেই তাঁদের ৬জনের থেকে ইস্তফা গ্রহণ করেন আচার্য সিভি আনন্দ বোস। পরে তাঁদের হাতে ৩ মাসের মেয়াদ বৃদ্ধির চিঠি দেওয়া হয়। একজনের মেয়াদকাল মার্চে শেষ হচ্ছে বলে তাঁকে কাজ করে যেতে বলা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী জানান, সব আইন মেনেই করা হয়েছে। শিক্ষার উন্নয়নে একসূত্রে কাজ করবে রাজভবন-নবান্ন। সার্চ কমিটি নিয়েও এদিন রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি জানান, তাঁর পরামর্শ মেনে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

রাজ্যপাল জানান, বাংলায় শিক্ষার গৌরব ফিরিয়ে আনতে একযোগে কাজ করতে হবে। রাজ্যের শিক্ষার হাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিভি আনন্দ বোস জানান, সেটা জানাতে আরও কিছুদিন সময় লাগবে। বৈঠক ফলপ্রসূ বলে মন্তব্য করেন উপাচার্যরা। বাংলা শেখে ভালো হচ্ছে বলে মন্তব্য করেন রাজ্যপাল।

Related articles

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...
Exit mobile version