Monday, August 25, 2025

আইসিসি টেস্ট ক্রমতালিকায় বিশ্বের ১ নম্বর বোলার হিসেবে জায়গা করে নিলেন  রবিচন্দ্রন অশ্বিন। গত সপ্তাহেই প্যাট কামিন্সকে সরিয়ে বিশ্বের ১ নম্বর টেস্ট বোলারের সিংহাসন দখল করেছিলেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। যদিও দিল্লি টেস্টে দুরন্ত বোলিংয়ের দৌলতে অ্যান্ডারসনকে সরিয়ে বিশ্বের টেস্ট বোলারদের শীর্ষে এখন অশ্বিন।

ইন্দোর ও আমেদাবাদ টেস্টে অ্যান্ডারসনের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান আরও বাড়াতে পারবেন অশ্বিন। অশ্বিনের রেটিং পয়েন্ট ৮৬৪, অ্যান্ডারসনের ৮৫৯, প্যাট কামিন্সের ৮৫৮। চার নম্বরে উঠে এসেছেন জসপ্রীত বুমরাহ (৭৯৫)। প্রথম দশে অশ্বিন, বুমরাহ ও জাদেজা ছাড়া ভারতের আর কেউ নেই।

এরই পাশাপাশি, টেস্ট বোলারদের ক্রমতালিকায় আটে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা। টেস্ট অলরাউন্ডারদের তালিকার শীর্ষে রয়েছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায় অশ্বিন রয়েছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। ওয়েলিংটন টেস্টে অপরাজিত ১৫৩ ও ৯৫ রানের ইনিংস খেলেছিলেন রুট। টেস্ট ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন মার্নাস লাবুশেন। দ্বিতীয় স্থানে রয়েছেন স্টিভ স্মিথ।

প্রসঙ্গত, ৩৬ বছর বয়সী আর অশ্বিন ২০১৫ সালে প্রথমবারের মতো এক নম্বর টেস্ট বোলার হয়েছিলেন এবং তার পরে তিনি বহুবার এই চেয়ারে বসেছেন। আবারও নিজের জায়গা দখল করলেন অশ্বিন।

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version