Sunday, November 16, 2025

রাষ্ট্রসংঘের অধিবেশনে অংশ নিয়ে ভারতকে তোপ কৈলাসের প্রতিনিধির

Date:

রাষ্ট্রসংঘ দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। অথচ রাষ্ট্রসংঘের(Umited Nation) আলোচনাচক্রে অংশ নিতে দেখা গেল ধর্ষণ অভিযুক্ত ধর্মগুরু নিত্যানন্দের ‘কৈলাশ যুক্তরাষ্ট্র’-এর(Kailasha) প্রতিনিধিকে। আর এই মঞ্চ থেকেই ভারতের(India) বিরুদ্ধে সুর চড়ালেন কৈলাসের প্রতিনিধি ‘মা’ বিজপ্রিয়া নিত্যানন্দ। তাঁর বক্তব্যের ভিডিও আপলোড করা হয়েছে রাষ্ট্রসংঘের ওয়েবসাইটেও। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, স্বীকৃতিহীন এক রাষ্ট্রের প্রতিনিধি কীভাবে রাষ্ট্রসংঘের আলোচনাচক্রে অংশ নিতে পারে?

ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দকে(Nityananda) দীর্ঘদিন ধরেই খুঁজছে গুজরাট পুলিশ। গ্রেফতারি এড়াতে ভারত ছেড়ে আস্ত একটা দ্বীপ কিনে নিজের রাষ্ট্র বানিয়ে ফেলেছেন তিনি। দেশের নাম ‘কৈলাস’৷ নিত্যানন্দর দাবি, এটিই বিশ্বের সবথেকে বড় ও একমাত্র স্বাধীন সার্বভৌম হিন্দু রাষ্ট্র। যদিও তাঁর এই দেশকে স্বীকৃতি দেয়নি রাষ্ট্রসংঘ। এরইমাঝে গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রসংঘের ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটসের এক আলোচনায় অংশ নিতে দেখা যায় কৈলাসের প্রতিনিধি ‘মা’ বিজপ্রিয়া নিত্যানন্দকে। ভারতকে তোপ দেগে ওই মঞ্চ থেকে তিনি বলেন, কৈলাসই প্রথম হিন্দু সার্বভৌম রাষ্ট্র। দেশটি তৈরি করেছেন হিন্দুধর্মের শীর্ষ ধর্মগুরু নিত্যানন্দ পরমশিবম। যিনি প্রাচীন হিন্দু সভ্যতা ও তাদের ১০ হাজার ঐতিহ্যকে পুনরজ্জীবিত করছেন। এই কাজ করতে গিয়ে তাঁর মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছেন নিত্যানন্দ। হিন্দু ধর্মের প্রাচীন রীতিনীতি পালন করার জন্য তিনি নির্যাতিত এবং মাতৃভূমিতে তাঁর ধর্মপ্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে কৈলাসের প্রতিনিধির এভাবে রাষ্ট্রসংঘের মঞ্চে অংশ নেওয়ার ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের স্বীকৃতি না থাকা সত্ত্বেও কীভাবে সেখানকার প্রতিনিধি রাষ্ট্রসংঘের আলোচনায় অংশ নেয়। তাঁকে আমন্ত্রন জানানো হয়েছিল কিনা সে বিষয়েও রাষ্ট্রসংঘের তরফে কিছু জানানো হয়নি।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version