Saturday, August 23, 2025

মেঘালয়ে তৃণমূলকে রুখতে মরিয়া বিজেপি, গণনার আগেই সাংমা-বিশ্বশর্মা গোপন বৈঠক

Date:

রাত পোহলেই উত্তর-পূর্বের তিন রাজ্য ত্রিপুরা (Tripura), মেঘালয় (Meghalaya) ও নাগাল্যান্ডের (Nagaland) ভোট গণনা। বুথ ফেরত সমীক্ষায় স্পষ্ট আভাস ত্রিপুরা এবং নাগাল্যান্ডে বিজেপি (BJP)ও তাদের জোটসঙ্গীরা ক্ষমতা ধরে রাখছে। তবে মেঘালয় নিয়ে বিশেষ আশার আলো দেখছে না গেরুয়া শিবির। সেই আশঙ্কা থেকেই ৬০ আসন বিশিষ্ট পাহাড়ি রাজ্য মেঘালয়ে ঘুরপথে সরকার তৈরির খেলায় নেমে পড়ল বিজেপি। মধ্যরাতে ডাবল ইঞ্জিন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা বর্তমান শাসক দল এনপিপি সুপ্রিমো কনরাড সাংমা নিয়ে রাতভর গোপন বৈঠক করলেন। গণনার ঠিক আগেই দুই মুখ্যমন্ত্রীর এমন বৈঠক খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

২০১৮ সালে মাত্র দুটি আসন জিতে মেঘালয়ে জোট সরকারে ছিল বিজেপি। কিন্তু এবারও মূল শাসক দল এনপিপি’র সঙ্গে জোট করে ভোটে লড়েনি তারা। অন্যদিকে, বিরোধী দলনেতা মুকুল সাংমার নেতৃত্বে মাথাচাড়া দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিটি বুথ ফেরত সমীক্ষা বলছে, এবার কোনও দলই সংখ্যাগরিষ্ঠ জায়গাতে পৌছতে পারছে না। এককভাবে ৩১ সংখ্যার ম্যাজিক ফিগার কেউ পাবে না। তবে শাসক দল এনপিপি সবথেকে বেশি আসন পাবে বলে ইতিমধ্যে বুথ ফেরত সমীক্ষাতে উঠে এসেছে। আর দ্বিতীয়স্থানে রয়েছে প্রধান বিরোধী দল তৃণমূল। যেখানে বিজেপি বা কংগ্রেস অনেকটাই পিছিয়ে থাকবে। সবমিলিয়ে ত্রিশঙ্কু হবে মেঘালয়।

এই আবহে দাঁড়িয়ে এনপিপি ক্ষমতা ধরে রাখতে মরিয়া। মেঘালয়ের রাজনৈতিক পরিস্থিতি বিচার করে ফের একবার বিজেপির সঙ্গেই জোটের রাস্তায় যে তারা যাবে সেটা কনরাড সাংমা এবং হিমন্ত বিশ্বশর্মার গুয়াহাটির হোটেলে রাতভর বৈঠকেই স্পষ্ট। যদিও এই বৈঠক নিয়ে কোনও পক্ষই টু শব্দ করেনি। গণনার পর পর যে বিজেপি এনপিপি-এর হাত ধরবে তা বলার অপেক্ষা রাখে না।

 

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version