Tuesday, August 26, 2025

নিশীথ-কাণ্ডে পাল্টা ভিডিও ফুটেজ নিয়ে রাজ্যপালের দরবারে যাওয়ার পরিকল্পনা তৃণমূলের

Date:

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে হামলা কাণ্ডে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। ওই দিনের ঘটনার ভিডিয়ো ফুটেজ (Video Footage) খতিয়ে দেখে এবার রাজ্যপালের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল নেতৃত্ব। বুধবার কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক (Abhijit Dey Bhoumik)। এদিন জেলা কার্যালয়ের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ সহ অন্যান্যরা।

তৃণমূলের অভিযোগ, সেই দিনের ঘটনায় নিশীথের কনভয়ের সঙ্গেই এসেছিল দুষ্কৃতীরা এবং তারা বিজেপি আশ্রিত। অভিজিৎ আরও জানান, সে দিনের ঘটনার ভিডিয়ো আমরা রাজ্যপালের কাছে তুলে ধরব। তাঁকে অনুরোধ করব তিনি যেন এই ভিডিয়ো দেখেন এবং বিজেপির দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে খোলা চোখে দেখেন। আমরা জেলার বিভিন্ন প্রান্তে, গ্রামে-গঞ্জে ওই ভিডিয়ো প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরব। জনসমক্ষে সবাই বিজেপির গুন্ডামির দৃশ্য দেখতে পাবেন।

উল্লেখ্য, আগেই নিশীথ কাণ্ডে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার হাই কোর্টের সাফ নির্দেশ, আগামী শুক্রবারের মধ্যে এই বিষয়ে রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি, গত শনিবারই দুর্ঘটনার দিনই রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে যান শুভেন্দু। রাজ্যপালের কাছে মিথ্যা নালিশ জানিয়ে এসেছিলেন। আর সেই নিয়ে সরবও হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেই প্রসঙ্গেই বুধবার তৃণমূলের জেলা সভাপতি জানান, গত ২৫ ফেব্রুয়ারি শনিবার দিনহাটার বুড়িরহাট এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথকে কালো পতাকা দেখানোর কর্মসূচি নিয়েছিল স্থানীয়রা। আর বুধবার সেই দিনের ঘটনার ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেছেন তাঁরা পাশাপাশি রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে ওই ভিডিয়ো রাজ্যপালের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

Related articles

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...
Exit mobile version