Saturday, November 15, 2025

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। রবিবার ভোর থেকে রাত পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে যান চলাচল।

লালবাজার (Lalbazar) থেকে জারি করা বিজ্ঞপ্তিতে (Notice) জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হলে, অর্থাৎ রাত ৯টার পর আবার সাধারণ মানুষের চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,

AJC Bose রোড থেকে যে গাড়িগুলো আসবে সেগুলোকে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড–হেস্টিংস ক্রসিং হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ওই গাড়িগুলিকে হাওড়া ব্রিজ বা খিদিরপুরের দিকে কেপি রোড ধরার পরামর্শ দেওয়া হয়েছে।

খিদিরপুর–সিজিআর রোড থেকে সেতুর দিকে যাওয়া সব গাড়িকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিক দিয়ে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ রুটে পাঠানো হবে।

হেস্টিংস, সিজিআর রোড, স্ট্র্যান্ড রোড-সহ গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে যাতায়াত মসৃণ করার জন্য।

এর আগে গত রবিবারও ভোর থেকে কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল দ্বিতীয় হুগলি সেতু (Vidyasagar Bridge)। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হুগলি রিভার ব্রিজ কমিশন (HRBC) গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত সারাই ও মেরামতের কাজ করছে। দ্রুত নিরাপদে কাজ শেষ করার জন্যই সপ্তাহান্তেও দীর্ঘ সময় যান চলাচল বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রশাসন সূত্রে খবর, কলকাতা শহরের সঙ্গে হাওড়া-সহ বহু জেলার যোগযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু এই দ্বিতীয় হুগলি ব্রিজ। সেইকারণে এই সেতু সংস্কারের জন্য যান চলাচল বন্ধ রাখার তেমন সুযোগ পাওয়া যায় না। একমাত্র রবিবার ছুটির দিনেই সেই কাজ করা যায়। সেই কারণে ধারাবাহিক ভাবে প্রতি রবিবার সেতুতে চলাচল বন্ধ রেখে সংস্কারের কাজ করা হচ্ছে।
আরও খবরক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...
Exit mobile version