Sunday, November 9, 2025

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথম দিনই স্পিনারদের দাপট। অজি স্পিনারদের স্পিনের ঘূর্ণিতে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছে ১০৯ রানে। আর ইন্দোরের পিচের চরিত্র দেখে সমালোচনায় মুখর অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন । ধারাভাষ্য দেওয়ার সময়ে হেডেন সাফ বললেন, পৃথিবীর কোনও প্রান্তে এমন ঘটনা হয় না।যদিও প্রাক্তন অজি ওপেনারকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়েছেন রবি শাস্ত্রী।

ইন্দোরের পিচে স্পিনারদের দাপট দেখে হেডেন বলেছেন, ভারতীয় শিবির চুপচাপ। কারণ আগের দুটো টেস্টে ভারত দারুণ সফল। কিন্তু গড়পরতা টার্ন এই পিচে অনেক বেশি। পৃথিবীর কোনও জায়গায় ষষ্ঠ ওভারে স্পিনার বল করতে আসে না।” আসলে অস্ট্রেলিয়া ষষ্ঠ ওভারে স্পিনারকে আক্রমণে আনে। ভারত আরও আগে স্পিনারকে নিয়ে আসে। রবিচন্দ্রন অশ্বিন ওপেন করেন নতুন বলে।

আসলে প্রথম দিনেই ইন্দোরে লাট্টুর মতো বল ঘুরছে। গড়পরতা টার্ন ৪.৮ ডিগ্রি। হেডেনের মতে, এটা বিশাল টার্ন। টেস্টের তৃতীয় দিনে এমন টার্ন দেখা যায় পিচে।টেস্টে দুটো দিন অন্তত ব্যাটারদের হওয়া উচিত। সহকারী ধারাভাষ্যকার রবি শাস্ত্রীকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন হেডেন। তার বক্তব্য, টেস্টের তৃতীয় দিনে যে টার্ন হওয়া দরকার সেটাই হচ্ছে প্রথম দিন। প্রাক্তন অজি ক্রিকেটারের কথা দুই শব্দে খণ্ডন করে দিয়েছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।তিনি বলেন, ”হোম কন্ডিশনস।”

কী বোঝাতে চাইলেন শাস্ত্রী ? তাঁর বক্তব্যের মূল নির্যাস হল, ঘরের মাঠের সুবিধা নেবে সবাই। ভারতও সেই সুবিধা নিয়েছে। শাস্ত্রী আরও বলেন, এটা অবশ্য হোম কন্ডিশনের থেকে একটু বেশিই হয়ে গিয়েছে। খুবই কঠিন হতে চলেছে পরিস্থিতি। একটা পার্টনারশিপ পার্থক্য গড়ে দিতে পারে।

কিন্তু পার্টনারশিপ গড়তে হলে ক্রিজে টিকে থাকার দরকার ছিল। সেটা কোনও ভারতীয় ব্যাটারই করতে পারেননি। অজি স্পিনারদের দাপটে ভারত শেষ হয়ে যায় ১০৯ রানে। যে পিচে ভারতীয় ব্যাটাররা খেলতে পারলেন না, সেই পিচে ভাল খেললেন খোয়াজা। অর্ধশতরান করলেন উসমান খোয়াজা। খোয়াজা-লাবুশেনের ৯৬ রানের জুটি অজিদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।

 

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version