হৃদয় ভাঙলো অনুরাগীদের, হৃদরোগে আক্রান্ত প্রাক্তন বিশ্ব সুন্দরী বঙ্গ তনয়া সুস্মিতা সেন (Sushmita Sen)। অভিনেত্রী নিজেই ইনস্টাটে এই তথ্য শেয়ার করেছেন। অ্যাঞ্জিয়োপ্লাস্টি (Angioplasty) করে অভিনেত্রীর হৃদ্যন্ত্রে স্টেন্ট (Stent in Heart) বসানো হয়েছে বলে জানা যাচ্ছে। সুস্মিতার (Sushmita Sen) দ্রুত সুস্থতা কামনা করছেন তাঁর ফ্যানেরা।
হার্ট অ্যাটাক যেন এখন প্রতিটি ঘরে ঘরে দেখা যাচ্ছে। বয়স ১৮ হোক কিংবা ৮০, হার্ট অ্যাটাকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারোর ক্ষেত্রেই। কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে থেকেও রেহাই পেলেন না ৪৭ বছর বয়সী প্রাক্তন বিশ্ব সুন্দরী। সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা জানিয়েছেন, কিছুদিন আগে তাঁর হার্ট অ্যাটাক হয়। তারপর করা হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। হার্টে বসেছে স্টেন্টও। এখন তিনি সুস্থ রয়েছেন। তাই কিছুটা হলেও উদ্বেগ কমেছে ভক্তদের। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাবার সঙ্গে ছবি পোস্ট করে সুস্মিতা খুব সুন্দর কয়েকটা লাইন লিখেছেন আর শেষে হ্যাশট্যাগে যোগ করেছেন দুটি শব্দ “দুগ্গা দুগ্গা”। সুস্মিতা লেখেন, ‘‘হৃদয়কে খুশি আর সাহসী রাখো সোনা, এটা তোমার পাশে তখন দাঁড়াবে যখন সবচেয়ে বেশি দরকার। (আমার বাবা @sensubir বুদ্ধিদীপ্ত কথা) কয়েকদিন আগে আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলাম… অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। স্টেন্ট বসেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, আমার কার্ডিওলজিস্ট পুনরায় নিশ্চিত করেছেন ‘আমার একটি বড় হৃদয় আছে’। অনেককে ধন্যবাদ জানাতে চাই তাঁদের সময়মতো পদক্ষেপের জন্য। পরে এই নিয়ে একটা আলাদা পোস্ট করব। এখন শুধু বলব সব ঠিক আছে এবং জীবনের জন্য নতুন করে প্রস্তুত!!! তোমাদের অনেক ভালোবাসি। #godisgreat #duggadugga।’’