Thursday, November 13, 2025

বাড়িতে ছিল অ্যাডমিট কার্ড, পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন তৃণমূল নেতা

Date:

সিট পড়েছে গরলগাছা হাই স্কুলে (Garalgacha High School)। কিন্তু বৃহস্পতিবার পরীক্ষাকেন্দ্রে এসেই মাথায় হাত মাধ্যমিক পরীক্ষার্থী হাফিজা খাতুনের (Hafiza Khatun)। সে বুঝতে পারে তাড়াহুড়োয় অ্যাডমিট কার্ডটা (Admit card) বাড়িতেই ফেলে এসেছে। পরীক্ষা শুরু হতে অপেক্ষা তখন সামান্য কিছুক্ষণ। কান্নায় ভেঙে পড়ে হাফিজা। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করেন গরলগাছা হাই স্কুলের হেড মাস্টারমশাই। তিনি যোগাযোগ করেন স্থানীয় তৃণমূল নেতা এবং হুগলি জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের (Subir Mukherjee) সঙ্গে। সুবীরবাবু দ্রুততার সঙ্গে সহকর্মীদের নিয়ে পৌঁছে যান হাফিজার গ্রামের বাড়িতে। সেখান থেকে অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করে পৌঁছে যান স্কুলে। যথাসময়ে তা পৌঁছয় হাফিজার বেঞ্চে। ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়া শুরু করে সে।

ঘটনা প্রসঙ্গে সুবীরবাবু সংবাদমাধ্যমকে বলেন, প্রতিবছরই তাদের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়, থাকে পানীয় জলের জোগানও। হঠাৎই যখন খবর আসে একটি মেয়ে অ্যাডমিট ফেলে চলে এসেছে। তখন তাকে পরীক্ষা কেন্দ্রে অপেক্ষা করতে বলে সহকর্মীদের নিয়ে তিনি নিজেই পৌঁছে যান ছাত্রীর বাড়িতে। সেখান থেকে অ্যাডমিট সংগ্রহ করে তা সময়ের মধ্যেই পৌঁছে দেন স্কুলের হেডমাস্টার মশাইয়ের কাছে। তাঁর এই ধরনের মানবিক কাজে খুশি উপস্থিত সমস্ত অভিভাবক থেকে শুরু করে স্থানীয়রা।

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version