Tuesday, August 12, 2025

বাতাসে বসন্ত, সপ্তাহ ঘুরলেই রঙিন উৎসব। তার আগে আচমকাই সাদা কালো সুরে মাতলেন গায়ক নচিকেতা (Nachiketa Chakraborty)। অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) সপরিবারে হাজির নচি’দার বাড়ি । আর তারপরই ভাইরাল গানের যুগলবন্দি। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) সঙ্গে ‘সাদা সাদা কালা কালা’ গেয়েছিলেন চঞ্চল। এবার সেই আসর জমল নচিকেতার বাড়ি। বাংলাদেশের ছবি ‘হাওয়া’ মুক্তি পাওয়ার পর থেকে ‘সাদা সাদা কালা কালা’ গানটি দুই বাংলাতেই বিপুল জনপ্রিয়তা পায়। সম্প্রতি নুসরত ফারিয়ার (Nusrat Faria)কণ্ঠেও দর্শক শুনেছেন এই গানটি। আর এবার সেই গানের সুরে ভাসলেন নচিকেতা ও চঞ্চল।

অভিনেতা চঞ্চল চৌধুরী নিজেই একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গেছে হারমোনিয়ামের তালে গলা মিলিয়েছেন চঞ্চল,আর তাতেই উচ্ছ্বসিত বাকিরা। ফেসবুকে চঞ্চল লেখেন, “পরিবার পরিজন নিয়ে গতরাতে নচি’দা মানে নচিকেতা চক্রবর্তীর সাথে দেখা করতে গিয়েছিলাম…বাকিটা ইতিহাস…স্মরণে রাখবার মত চমৎকার স্মৃতি…আড্ডায় উপস্থিত রবি চৌধুরী,চন্দন সিনহা,কবির বকুল,বৃন্দাবন দাস,শাহানাজ খুশী,দিব্য,সৌম্য,উদয়,শান্তা,শুদ্ধ……বিশেষ মানুষ ইকবাল ভাই….গানে গানে কাটলো অনেকটা সময়…অনেক গল্প তো বটেই…বিশেষ করে দিব্য সৌম্য শুদ্ধকে দেখে নচি’দা খুব খুশী…..ওরাও নচি’দাকে পেয়ে মহা খুশী….আমাদের সৌভাগ্য,আমরা বাংলা গানে নচিকেতা চক্রবর্তীর যুগ স্বচক্ষে দেখেছি। নচি’দা,কামনা করি তোমার সুস্থতা আর দীর্ঘায়িত হোক তোমার শিল্পী জীবন।

অনুপম থেকে জিৎ গঙ্গোপাধ্যায় – এই যুগের নামী সুরকারদের সঙ্গে কাজ করছেন নচিকেতা। তবে বাংলাদেশের অভিনেতার সঙ্গে এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের আশা এবার কি বাংলাদেশের অভিনেতার সঙ্গে কাজ করবেন নচিকেতা? সৃজিতের আগামী ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করছেন চঞ্চল। ভারতের সঙ্গে পাকাপাকি সম্পর্কে জড়িয়ে পড়ছেন অভিনেতা, কানাঘুষো বাংলা বিনো দুনিয়ায়।

 

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...
Exit mobile version