Wednesday, December 10, 2025

ফের মানবিক! সন্তানসম্ভবাকে হাসপাতালে পৌঁছে দিয়ে ‘মাসিহা’ কলকাতা পুলিশ

Date:

Share post:

ফের কলকাতা পুলিশের মানবিক রুপ। এবার সন্তানসম্ভবা এক ভদ্রমহিলাকে হাসপাতালে পৌঁছে দিল কলকাতা পুলিশ। শহরের রাস্তায় ওই মহিলা সে সময় প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন ৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি সেখানে এক পুত্র সন্তানের জন্ম দেন ৷

এই ঘটনা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন কলকাতা পুলিশ। তাঁরা লিখেছেন-

‘আজ ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের হোমগার্ড সুমন পাত্র ডায়মন্ড পার্ক মোড়ে কর্তব্যরত ছিলেন। সকাল ১১টা নাগাদ তিনি খবর পান যে খুব কাছেই একজন ভদ্রমহিলা প্রসব যন্ত্রণায় ছট্ফট করছেন। তৎখনাৎ ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের ওসি, ইনস্পেক্টর শতদল ভট্টাচার্যকে ফোনে ঘটনাটা জানান সুমন। ওয়ারলেসে ওসির নির্দেশ পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থল ডায়মন্ড পার্ক মোড়ে পৌঁছে যান সার্জেন্ট সাগর সিংহ। বুঝতে পারেন পরিস্থিতি গুরুতর, সময় সীমিত। তাই হাতের কাছে পেয়ে যাওয়া একটি অটোকে দাঁড় করিয়ে রেখা শীল নামে একজন সহৃদয় ভদ্রমহিলার সহযোগিতায় ওনাকে সেই অটোতে চাপান। অটোটিকে নিজের মোটরসাইকেল করে রাস্তা দেখিয়ে স্বল্প সময়ের মধ্যে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যান সার্জেন্ট সাগর। হাসপাতালে পৌঁছে যান ইনস্পেক্টর শতদল ভট্টাচার্যও। ডাক্তারবাবু খুব দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। পুত্র সন্তানের জন্ম দেন ভদ্রমহিলা। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। জানা যায় ভদ্রমহিলার নাম মুন্নি নস্কর। ওনার কাছ থেকে স্বামীর নম্বর নিয়ে ফোন করে তাকে হাসপাতালে আসতে বলেন ইনস্পেক্টর ভট্টাচার্য। সন্তান হওয়ার খবর শুনে খুব খুশি সদ্য পিতা হওয়া মানুষটি। এই সহযোগিতার জন্য আনন্দ অশ্রু ভরা চোখে কলকাতা ট্রাফিক পুলিশের প্রতি অন্তরের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।’

spot_img

Related articles

চাপে পড়েছে বিজেপি! সংসদে এবার গালাগালি অমিত শাহর

সত্যি কথা গায়ে বাজে। কেন্দ্রের বিজেপি সরকারের এখন এমনই অবস্থা। গোটা দেশে নোটবন্দি, দেশাত্মবোধের জিগির সব উপায়ে নির্বাচন...

বাসে চড়ে গানের আড্ডা, মিউজিকাল চমক লাগলো ‘ঠিক সন্ধ্যে নামার আগে’ 

গঙ্গাবক্ষে ট্রেলার লঞ্চের পর এবার চলন্ত বাসে মিউজিক লঞ্চ হল কৌস্তভ চক্রবর্তী (Kaustav Chakraborty) পরিচালিত 'ঠিক সন্ধ্যে নামার...

বড়সড় পরীক্ষার সামনে নির্বাচন কমিশন, কলকাতায় নো-ম্যাপিং বেড়ে সর্বোচ্চ 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) পর্যবেক্ষণে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য—২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তথ্যের মিল না-থাকা...

ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রির জন্য মারধর! প্রতিবাদ পরমব্রতর

৭ ডিসেম্বর কলকাতা ময়দানে গীতাপাঠের দিন, দুই প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। সরগরম সেলিব্রিটি মহলও।...