Wednesday, August 27, 2025

ফ্ল্যাটের (Flat) তালা বন্ধ। কিন্তু সেই ঘরেই আচমকা আগুন লাগার ঘটনায় মৃত্যু হল একাধিক পোষ্যের (Cattle)। ঘরে থাকার মধ্যে ছিল শুধু ১টি বিড়াল ও ৮টি কুকুর। আর শনিবার গভীর রাতে ওই ফ্ল্যাটের পোষ্যদের চিৎকারেই ঘুম ভাঙে প্রতিবেশীদের। বাড়ির বাইরে বেরিয়ে এসে সকলে দেখেন বন্ধ ফ্ল্যাটে দাউদাউ করে আগুন (Fire Broke Out) জ্বলছে। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে (Fire Brigade)। নেতাজিনগর থানার ৩৫ বি নাকতলা রোডের (Naktala) এক আবাসনের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত ১টা নাগাদ ঘটে যায় দুর্ঘটনা। প্রতিবেশীদের কথায়, বন্ধ ঘরের জালনা থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

এদিন খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টা শেষে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দরজা ভেঙে ভেতরে ঢুকে দমকলকর্মীরা দেখেন আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ওই ফ্ল্যাটের পোষ্যদের। কিন্তু আচমকা কেন এমন ঘটনা ঘটল? স্থানীয়রা এই ঘটনার পিছনে অন্য ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তাঁদের কথায়, এই ফ্ল্যাটের মালিকের বিরুদ্ধে গত বছর সারমেয়দের খাবারে বিষ মিশিয়ে মারার অভিযোগ উঠেছিল। এই অগ্নিকাণ্ডের পিছনে ওই ব্যক্তির হাত থাকতে পারে।

স্থানীয়দের আরও অভিযোগ, ওই ফ্ল্যাটের মধ্যে কুকুর, বিড়ালদের খাঁচাবন্দি করে রাখা হত। খাবারও ঠিকমতো দেওয়া হত না। অবহেলা করা হত। যদিও ফ্ল্যাট মালিক সে অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর কথায়, কী কারণে আগুন লাগল তিনি নিজেও বুঝতে পারছেন না। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটের মালিক যাদবপুরের সাউথ সিটিতে থাকেন। তিনি রোজ পোষ্যগুলিকে খাওয়াতে আসতেন। স্থানীয়দের দাবি, ফ্ল্যাটে দুর্গন্ধের জেরে তিনি রোজ ধূপকাঠি জ্বালাতেন। সেই ধূপকাঠি থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নেতাজিনগর থানার পুলিশ।

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version