বার্সেলোনা ১ : ভ্যালেন্সিয়া 0

ব্যবধানটা আরও বাড়তে পারত। ভ্যালেন্সিয়ার বিপক্ষে সর্বশেষ ৪ ম্যাচের তিনটিতেই কমপক্ষে তিন গোল করে দিয়েছিল বার্সেলোনা। এবার মাত্র এক গোল।
যদিও ওই এক গোলেই প্রয়োজনের ৩ পয়েন্ট পেয়ে গেছে জাভি হার্নান্দেজের দল। ভ্যালেন্সিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে বার্সা।
পয়েন্ট তালিকার দিকে তাকালেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে।২৪ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৬২। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে ১০ পয়েন্টে। আজ রাতে রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে লস ব্লাঙ্কোসরা।
লা লিগার অবনমনের দলের বিপক্ষে বার্সেলোনার ৩ পয়েন্টের মাহাত্ম্য গোল সংখ্যায় নয়, লড়াইয়ের ধরনে। ৫৯ মিনিটে রোনালদ আরাউহো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জন নিয়ে খেলতে হয়েছে বার্সাকে।

একজন কমে যাওয়ার আগে পর্যন্ত ম্যাচের পুরো নিয়ন্ত্রণ বার্সারই ছিল। ৩ পয়েন্ট ঝুলিতে ঢুকিয়ে আপাতত স্বস্তিতে বার্সা।
