ছুটির দিনের সকালেই দুর্ঘ*টনার খবর কলকাতায় (Kolkata)। আনুমানিক ভোর সাড়ে ৫টা নাগাদ নিউটাউন (Newtown) থেকে সায়েন্স সিটির (Science City) দিকে যাওয়ার সময়, বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকের ডিভাইডারে ধাক্কা মারে বলে জানা যাচ্ছে। গাড়িতে এক মহিলাও ছিলেন, আহত চালক।

প্রগতি ময়দান থানার পুলিশ সূত্রে খবর গাড়ির গতি এতটাই বেশি ছিল যে কোনভাবেই নিয়ন্ত্রণ রাখা যায়নি। রবিবার (Sunday) ভোরে ইএম বাইপাসের (EM Bypass) মেট্রোপলিটনের কাছে কংক্রিটের ডিভাইডারের একাংশ ভেঙে পাশের জলাশয়ে পড়ে যায় গাড়ি। চালক এবং বাকিরা মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
