Sunday, May 4, 2025

ফের শহরের অভিজাত আবাসনে একাধিক সারমেয় খু*ন! সরব টলিপাড়ার কলাকুশলীরা

Date:

Share post:

দক্ষিণ কলকাতার (South Kolkata) জোকার (Joka) এক অভিজাত আবাসনে (Apartment) কুকুর খুনের অভিযোগ। বিষ খাইয়ে তাদের খুন করা হয়। আর ঘটনা প্রকাশ্যে আসতেই সরব পশুপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে পুরো বিষয়টির তদন্তের দাবি জানিয়েছেন অভিনেতা তথা পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। আর অভিনেতার পাশে দাঁড়িয়েছেন পশুপ্রেমী, অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) এবং দেবলীনাও (Debleena Dutt)।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে পরিচালক তথাগত বিষয়টি সামনে আনেন। তাঁর দাবি, গত শুক্রবার জোকার অভিজাত আবাসনে পাঁচটি সারমেয়কে বিষ খাইয়ে খুন করা হয়। আবাসনের কিছু আবাসিক আগে থেকেই সারমেয় নিয়ে আপত্তি করেছেন বলে অভিযোগ। কিন্তু আচমকা কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এমন ঘটনা শহরের বুকে নতুন কিছু নয়। চারপেয়ে অবলা প্রাণীদের উপর অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন অনেকেই। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, তাই এবার রেগে আগুন তথাগত। ঘটনার বর্ণনা করেই তিনি লেখেন, ৬ জন কুকুরছানাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এই আবাসিকদের কুকুর নিয়ে সমস্যা নতুন নয়। প্রায়শই ফিডারদের শুনতে হয় কুকুরকে খুন করা হবে। তবে, আদৌ সেটি অভিজাতদের আবাসন কিনা এই নিয়ে সন্দেহ আছে। সব হিংস্র কাপুরুষ পশুদের আবাসন।

এদিকে তথাগতের পাশেই দাঁড়িয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। তথাগত মুখোপাধ্যায়ের পোস্টে কমেন্টের পাশাপাশি নিজেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। ফেসবুকে শ্রীলেখা লেখেন, এনআরএস এবং ডায়মন্ড সিটির কাণ্ডের পর জেনেক্স ভ্যালি গণহত্যা। নানা মানুষের বাচ্চা নয়, রাস্তার নেড়ি কুত্তার বাচ্চা প্রত্যেকটা বাচ্চার মৃত্যুর হিসেব আমরা নেব। তৈরি থাক। পাশাপাশি কোনও রাজনৈতিক নেতা-কর্মী তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ করলেও, কিছু যায় আসে না বলেও দাবি করেন শ্রীলেখা।

অন্যদিকে, পশুপ্রেমী হিসাবে অত্যন্ত পরিচিত দেবলীনা দত্ত। তিনিও সোশ্যাল মিডিয়ায় কুকুর খুনের তীব্র প্রতিবাদ জানান এবং শ্রীলেখার ফেসবুক পোস্ট শেয়ার করে তিনি লেখেন, মানুষের বাচ্চারা এই পোস্ট মিস করো না। বিশেষ করে যারা ভয়ংকর নিকৃষ্ট বলে মনে করো কুকুর জাতীয় প্রাণীদের, তারা একটু দেখে নাও উন্নত মানব জাতীর উন্নত কীর্তিকলাপ। তোমাদের মৃত্যু ঠিক কেমনতর হতে পারে, তারও একটা আন্দাজ পাবে এই পোস্ট থেকে। আবারও বলছি কর্ম কাউকে ছাড়ে না।

উল্লেখ্য, এর আগেও একাধিক সময় সারমেয়দের বিষ খাইয়ে খুনের ঘটনার সাক্ষী ছিল কলকাতা। তারপরও এতটুকু বদলায়নি মানুষের মন। এদিন তথাগত-শ্রীলেখা-দেবলীনাদের পাশাপাশি আওয়াজ তুলেছেন সাধারণ মানুষেরাও। তাঁদের কথায়, এহেন ঘৃণ্য কাজ ক্ষমার অযোগ্য। আবার কেউ বললেন, চিন্তা করবেন না, প্রকৃতি আবার এর বদলা নেবে! শুধু দেখে যান।

 

 

spot_img
spot_img

Related articles

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...

মোদির অচ্ছে দিন! মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে মুখ পুড়ছে ভারতের

মোদির(Narendra Modi) আচ্ছে দিনে বিশ্বমঞ্চে চরম লজ্জার সম্মুখীন ভারত(India)। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের আন্তর্জাতিক মান পতনের মুখে...

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...