নারী নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ হাওড়া ব্রিজের ট্রাফিক ওসি সৌভিক চক্রবর্তীর

ব্রেবোর্ন রোডের জৈন তেরাপন্থ ভবন অডিটোরিয়ামে (Jain Terapanth bhavan auditorium on Brabourne Rd) এই বর্ণাঢ্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেন সৌভিক চক্রবর্তী (Souvik Chakraborty)।

নারীর সম্মান রক্ষা করা সমাজের দায়িত্ব। শুধুমাত্র প্রশাসন নয়, সমাজের প্রতিটি মানুষকে এই দায়িত্ব পালন করতে হবে। রাস্তাঘাটে মহিলা যাত্রীদের নিরাপত্তা (Women Safety) সুনিশ্চিত করতে এবার বিশেষ পদক্ষেপ করলেন হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী (Howrah bridge traffic Guard OC Souvik Chakraborty)। নির্ভয়া প্রকল্পের (Nirbhaya Project) অধীনে এই ‘গাড়ি মহিলাকে সম্মান করে’ (This Car Respects Women) শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করলেন তিনি। রবিবার সকাল ১১ টা থেকে শুরু হয় অনুষ্ঠান। ব্রেবোর্ন রোডের জৈন তেরাপন্থ ভবন অডিটোরিয়ামে (Jain Terapanth bhavan auditorium on Brabourne Rd) এই বর্ণাঢ্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেন সৌভিক চক্রবর্তী (Souvik Chakraborty)।

যত দিন যাচ্ছে ততই বাড়ছে নারী হেনস্থার ঘটনা। কর্মসূত্রে আজকাল বেশিরভাগ নারীকেই বাইরে বেরোতে হয়। সে ক্ষেত্রে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যেমন পুলিশ প্রশাসনের দায়িত্ব পাশাপাশি এই দিকে সজাগ দৃষ্টি দিতে হবে সাধারণ মানুষ বিশেষ করে পথ চলতে জনগণ এবং গাড়ির ড্রাইভারদের। ওসি সৌভিক যেন এইবার তাই সকলের সামনে তুলে ধরলেন। আজকের এই অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ জন অ্যাপ ক্যাব, অটো এবং ট্যাক্সি ড্রাইভারকে সফট স্কিল ডেভেলপমেন্টের বিষয় সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। শহরের বুকে বিভিন্ন গাড়িতে মহিলা যাত্রীর হেনস্থার অভিযোগ যাতে আর একটাও না আসে সেই দিকটা মাথায় রেখে মহিলা যাত্রীদের প্রতি আচরণের ক্ষেত্রে কোন কোন পয়েন্ট মাথায় রাখতে হবে এই দিন সেই নিয়েও দীর্ঘক্ষন আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক (তৃতীয়) অরবিন্দ মিশ্র (Arvind Mishra), ট্রাফিক পুলিশের এসি (ওয়ান) তপন দে। এছাড়াও এদিন বিশিষ্ট অতিথি তালিকায় ছিলেন পর্তুগিজ চার্চের ফাদার ফ্র্যাঙ্কলিন মেনেজেস (Father Franklin Menezes ) , শিশু একাডেমী স্কুলের অধ্যক্ষ বি ঘোষ সহ অন্যান্যরা। সৌভিক চক্রবর্তী দায়িত্ব পাওয়ার পর থেকে সাধারণ মানুষের যাতে কোন সমস্যা না হয় সেই দিকে সজাগ দৃষ্টি রেখেছেন। তাঁর এই ধরনের সংবেদনশীল উদ্যোগ নিঃসন্দেহে নারীদের নিরাপত্তা বৃদ্ধি করবে এবং আগামী দিনে মহিলারা নিশ্চিন্তে রাস্তায় বেরোতে পারবেন বলেই মনে করছেন অনুষ্ঠানে উপস্থিত শুভানুধ্যায়ীরা।

 

Previous articleফের শহরের অভিজাত আবাসনে একাধিক সারমেয় খু*ন! সরব টলিপাড়ার কলাকুশলীরা
Next articleসতীর্থদের কথায় বিশ্বকাপের ফাইনালের মঞ্চে অশালীন ভঙ্গি, বললেন মার্টিনেজ